সৌম্য সরকার নিজের ক্যারিয়ারের শুরুতে যেভাবে আলো ছড়িয়েছিলেন সেটা ধরে রাখতে পারেননি। ২০১৭ সালের পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন। এই সময়ে যাওয়া-আসার মধ্যেই ছিলেন তিনি। তবে এবার আবারো নিজেকে প্রমাণ করেছেন এই ওপেনার। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বড় ইনিংসের দেখা পেয়েছেন সৌম্য। ৮৬ বলে ৯১ রানের ইনিংসে খেলেন। তবে টাইগার ওপেনারের কাছে আরো বড় রানের আশা করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, 'সৌম্য তো অলওয়েজ টেলেন্টেড ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিব তাকে কন্টিনিউ করেছে। সিলেকশন এমন এক জিনিস এক ম্যাচ খারাপ করার পরেই ড্রপ করে দেওয়া যায়। ধারাবাহিকতা থাকায় সৌম্যর আত্মবিশ্বাস পাওয়ার পেছনে কাজ করেছে।'

এমন ব্যাটিংয়ের পরও সৌম্য সেঞ্চুরি না পাওয়ায় হতাশ বুলবুল। তিনি বলেন, 'আমরা আউট হই স্ট্রাগল করতে করতে অথবা আনন্দে। ৯১ রানে আউট হয়ে যাওয়া… ক্যারি করলে ১৫০ হতে পারত। তবে সৌম্য ভালো শুরু এনে দিয়েছে।'

এসএইচ/এইচজেএস