পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক
ভিডিও বার্তায় আইনি নোটিশ ছিঁড়লেন পিএসএল ফ্র্যাঞ্চাইজির মালিক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ২০২১ আসরের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজির মালিক আলি খান তারিন। চাঞ্চল্যকর ঘটনায় আলোচনায় আসতে যার জুড়ি নেই। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় আলি তারিনকে। পরে এক ভিডিওতে এসে তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মুলতান মালিকের বিরুদ্ধে। ক্ষমা না চাইলে সেই চুক্তি বাতিলের পাশাপাশি কালো তালিকাভুক্তির হুমকি দেওয়া হলেও, বরাবরের মতোই চাঞ্চল্যকর জবাব দিলেন আলি তারিন। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি পিসিবি থেকে সমস্যা সমাধানে কখনোই একটি সিঙ্গেল কল, মেসেজ, ই-মেইল কিংবা আমন্ত্রণ পাইনি।’
বিজ্ঞাপন
‘তার পরিবর্তে আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো। যদি আপনারা এতটাই সামর্থ্যবান হয়ে থাকেন, তাহলে জানার কথা যে, এভাবে বিষয়টি হ্যান্ডেল করা উচিত নয়। পিএসএল ম্যানেজমেন্ট ঘিরে রয়েছে কতগুলো “হ্যাঁ-ম্যান” (সহমত পোষণ করা ব্যক্তি) লোক। যারা কোনো সমালোচনা গ্রহণ করতে রাজি নয়। যদিও সব সময় বলে আসছে লিগটি ক্রিকেটভক্ত এবং পুরো পাকিস্তানের জন্য, ম্যানেজমেন্টের কর্তা-ব্যক্তিদের কথামতো চলবে না’, আরও যোগ করেন মুলতান ফ্র্যাঞ্চাইজির মালিক।
— Ali Khan Tareen (@aliktareen) October 23, 2025
এর আগে পিএসএল কর্তৃপক্ষের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন আলি তারিন। কৌতুকের স্বরে এবার তিনি ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনা করায় ক্ষমা চাচ্ছি, কারণ ওই অনুষ্ঠানটি ছিল চমৎকার “ঠোঁট মেলানো” জাতীয় শিল্পীদের নিয়ে। আমি চেয়েছিলাম অনুষ্ঠান যেন ঠিক সময়ে শুরু ও শেষ করা হয় এবং মাইক যেন ঠিকঠাক কাজ করে। কিন্তু সেসবের কিছুই মানা হয়নি। জুম মিটিং শুরু হয় ১০ মিনিট বাদে, অথচ বলা হয় পিএসএলে কোনো ত্রুটি নেই। একটি দলের অর্ধেক এক হোটেলে এবং বাকি ক্রিকেটারদের রাখা হয় আরেকটিতে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
আলি তারিনের ওই ভিডিও বার্তা শেষ হয়েছে পিসিবির আইনি নোটিশটি ছিঁড়ে ফেলার মধ্য দিয়ে। এর আগে তিনি বলেন, ‘আমাকে ডাকুন, চা-বিস্কুটের প্রস্তাব দিন এবং এরপর একসঙ্গে কথা বলা যাবে। এভাবে প্রকাশ্যে সমালোচনার বিষয় সমাধান এবং লিগের উন্নতিতে কাজ করা যাবে। (লিগ্যাল নোটিশ ছিঁড়তে ছিঁড়তে) আশা করি আপনারা আমার ক্ষমা প্রার্থনার ভিডিওটি পছন্দ করবেন।’
এএইচএস