বৃষ্টির পেটে ৭ ওভার, জানা গেল বাংলাদেশের ব্যাটিংয়ে নামার সময়
মুম্বাইয়ে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। শেষ পর্যন্ত ৩৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে টস হয়। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। তবে টসের পরপরই আরেক দফা হানা দেয় বৃষ্টি।
বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় ঘণ্টা দুয়েক সময় নষ্ট হয়েছে। ফলে কমেছে ম্যাচের দৈর্ঘ্য। ৭ ওভার কমিয়ে ৪৩ ওভার করে হবে দুই ইনিংসই।
বিজ্ঞাপন
নতুন সময় অনুযায়ী, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।
বাংলাদেশ একাদশ-
বিজ্ঞাপন
সুমাইয়া আক্তার, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, নিশিতা আক্তার।
ভারত একাদশ-
প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হারমনপ্রীত কর, জেমিমা রদ্রিগেস, উমা চেত্রি, দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চারিণি, আমনজোত কর, রেনুকা সিং।
এইচজেএস