সালাউদ্দিন পদত্যাগপত্র দিলেও বিসিবির অন্য ভাবনা
আগের বছরের ৫ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর নতুন করে নিজের প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ব্যাটিং ইউনিটের দেখভালের দায়িত্বও পান সিনিয়র এই কোচ।
তবে তার অধীনে খুব একটা ভালো সময় যাচ্ছিল না বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে ক্রিকেটারদের অধারাবাহিকতার ছাপ ছিল স্পষ্ট। গত সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। যেখানে সালাউদ্দিনের পরিবর্তে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।
বিজ্ঞাপন
এর একদিন পার না হতেই আবারও আলোচনায় এসেছেন সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ বুধবার সকালে বিসিবি কার্যালয়ে আসেন সালাউদ্দিন, বেশ কয়েকঘণ্টা থাকার পরে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। তবে তা গ্রহণ করেনি বিসিবি।
ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছে। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, এখনো পদত্যাগপত্র গ্রহণ করা নিয়ে ভাবেননি তারা। তবে তাকে দলে রাখার চেষ্টা করা হচ্ছে। সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে এর আগে পদত্যাগ করতে চাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
এসএইচ/এফএইচএম