রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। এমন সময়ে উদ্বেগ উৎকণ্ঠা পাকিস্তানের ড্রেসিংরুমে। দলটির তারকা ফাস্ট বোলার নাসিম শাহ পেয়েছে দুঃসংবাদ। তার বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে। তবে স্কোয়াড ছেড়ে যাননি তিনি।

লোয়ার দির জেলায় নাসিমের পারিবারিক বাসার গেটে গুলি করেছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা। এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নাসিমের বাড়ির গেইট লক্ষ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। 

সোমবার সকালের দিকে এই হামলার সময় নাসিমের পরিবারের কেউ বাসায় ছিলেন কি না জানা যায়নি।

দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, নাসিমের বাবা একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন ওই কর্মকর্তা। পরে পাঁচ সন্দেহভাজনকে আটক করার কথা জানায় পুলিশ।

ক্রিকইনফো জানিয়েছে, এই ঘটনা নাসিমের সিরিজ পরিকল্পনা কিংবা সূচিতে প্রভাব ফেলেনি। দলের সঙ্গেই আছেন ফাস্ট বোলার। পুরো সিরিজে অংশ নেবেন তিনি। 

পাকিস্তান ও শ্রীলঙ্কা আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে। তারপর দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দুটি স্কোয়াডে আছেন নাসিম।

এফএইচএম/