‘বিশ্বকাপ না জিতলে বিয়ে করবেন না’—বলে রশিদ খানের একটি মন্তব্য একসময় তুমুল ভাইরাল হয়েছিল। যা নিয়ে কম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন এমন কিছু বলেননি তিনি। সেই রশিদ খান ১০ মাসের ব্যবধানে দ্বিতীয় বিয়ে সারলেন। নিজে স্বীকার না করলেও পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজসহ একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, এটি তার দ্বিতীয় বিয়ে। 

সন্দেহাতীতভাবেই আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান। আফগান টি-টোয়েন্টি দলের এই অধিনায়ককে দেশটির সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরও ভাবা হচ্ছিল গেল কয়েক বছর ধরে। ২০২৪ সালের অক্টোবরে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন আফগান তারকা। দেশটির জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই যোগ দিয়েছিলেন তার গ্রান্ড বিয়ের প্রোগ্রামে। সতীর্থ ক্রিকেটার মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি কে ছিল না তাতে! 

সম্প্রতি এক অনুষ্ঠানে তার সঙ্গে এক নারীকে দেখে নতুন করে জল্পনা ছড়িয়েছিল। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রশিদ নিজেই জানালেন, সেই নারী তার স্ত্রী। আফগান এই লেগ স্পিনার তিন মাস আগে বিয়ে করেছেন তাকে। রশিদের দ্বিতীয় স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও বর্তমানে দেশের বাইরে বসবাস করেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে রশিদ লিখেছেন, ‘২০২৫ সালের ২ আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যিনি ভালোবাসা, শান্তি আর জুটির প্রতীক। এমনটাই আমি সব সময় আশা করতাম।’ তবে স্ত্রীর ছবি প্রকাশ্যে আনেনি রশিদ। 

তারকা স্পিনারের পোস্টেই স্পষ্ট, এই বিয়ের কথা তিনি এতদিন গোপন রেখেছিলেন। খানিকটা বাধ্য হয়েই প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে রশিদ লেখেন, সম্প্রতি আমি স্ত্রীকে নিয়ে এক দাতব্য অনুষ্ঠানে গিয়েছিলাম। দুঃখজনকভাবে, তা ঘিরে অনেক ভুল ধারণা তৈরি হয়েছে। সত্যিটা খুবই সহজ—তিনি আমার স্ত্রী, আর আমরা একসঙ্গে আছি, লুকানোর কিছু নেই।” 

গত বছর কাবুলে রশিদ খানের বিয়েতে আফগানিস্তান জাতীয় দলের সতীর্থরা।

কিন্তু রশিদের এই পোস্টের পরেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। গত বছরের ৩ অক্টোবর রশিদ খান ধুমধাম করে বিয়ে করেন। কাবুলের এক নামকরা হোটেলে বসে রশিদের বিয়ের অনুষ্ঠান। আফগান পোশাকে সুসজ্জিত ছিলেন ২৬ বছরের তারকা। তিনি একা নন, বিয়ে হয় তার আরও তিন ভাইয়ের। আমির খলিল, রাজা খান ও জাকিউল্লাহর সঙ্গে রশিদও বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ধুমধাম করে চার ভাইয়ের বিয়ের আয়োজন করা হয়। বছর ঘোরার আগেই ফের বিয়ে করেছেন রশিদ। ফলে প্রশ্ন উঠছে, আগের স্ত্রীর সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে তারকা স্পিনারের? নাকি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে সারলেন রশিদ? উত্তর অধরাই।

এফআই