সিলেট টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে এদিন আইরিশদের অলআউট করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। একাধিক ক্যাচ মিস করে সেই সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। 

সিলেট টেস্টের প্রথম দিনে পাঁচটি ক্যাচ নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। এদিন ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৮ ও ১০ রানে জীবন পেয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন পল স্টার্লিং। ১০ রানে জীবন পেয়ে হাফ সেঞ্চুরি করেন অভিষিক্ত কেড কারমাইকেল। এছাড়া জীবন পান লরকান টাকার ও জর্ডান নিল।

একাধিক ক্যাচ মিস নিয়ে হাসান মাহমুদ বলেন, 'এটা পার্ট অব দ্য গেম, ক্যাচ ছাড়বেই। বাট আমরা চেষ্টা করি। এটা আসলে পজিটিভ হিসেবে নেই যে সুযোগ আসছে। ফিল্ডাররা আরও রেডি থাকে পরের সুযোগের জন্য। কিন্তু অবশ্যই ভালো লাগে না ক্যাচ মিস হলে। বাট সবাই চেষ্টা করছে।'

ফিল্ডিং নিয়ে বাংলাদেশ দল অনেক কঠোর পরিশ্রম করছে বলেও জানালেন হাসান, 'সবাই যথেষ্ট হার্ড ওয়ার্ক করছে ফিল্ডিং নিয়ে। আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করছি মাঠে এসে। চেষ্টা করছি যাতে আরেকটু উন্নতি করা যায়। কিন্তু খেলার মধ্যে এটা হইতে পারে, ক্যাচ মিস হইতে পারে, এটা পার্ট। আমরা চেষ্টা করি রিকভার কতটুকু করা যায়। হয়তো আজকে অনেকগুলা মিস হয়েছে। হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে।'

ম্যাচ যতো এগোবে স্পিনাররা আরও সুবিধা পাবেন বলে ধারণা হাসানের, 'আমি বলব যে স্পিনারদের জন্য ভালো সুযোগ। যতদিন যাবে উইকেটটা আরও একটু ঘুরবে বা আরও একটু টার্ন হবে। তো বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে তাদের লাইন লেংথে, আমার মনে হয় যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জেতাবে আমাদের।'

এসএইচ/এইচজেএস