রিজওয়ানকে সরিয়ে অধিনায়কত্ব পাওয়া নিয়ে মুখ খুললেন শাহিন
দ্রুততম সময়ের মাঝে অধিনায়ক ও কোচ বদলের অশোভন সংস্কৃতি চালু আছে পাকিস্তান ক্রিকেটে। যদিও এটি আনুষ্ঠানিক কোনো রীতি নয়। পরিসংখ্যানও তাই বলছে– ২০২৩ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৯ বার অধিনায়ক বদলেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে ওয়ানডেতে তারা শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করেছে। যা নিয়ে তাদের দুজনের কেউই এতদিন মুখ খোলেননি।
ওয়ানডে দলের দায়িত্ব পাওয়ার পর শাহিন আফ্রিদির অধীনে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি সিরিজ খেলেছে পাকিস্তান। যেখানে তারা প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারায়। এরপর আজ (মঙ্গলবার) থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কা আরেকটি ওয়ানডে সিরিজও শুরু করেছে। এর মাঝেই রিজওয়ানকে বরখাস্ত ও তার স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া নিয়ে কথা বলেছেন শাহিন আফ্রিদি।
বিজ্ঞাপন
রাওয়ালপিন্ডিতে লঙ্কানদের বিপক্ষে নামার আগে বাঁ–হাতি এই পেসার বলছেন, ‘যখন আমি অধিনায়কত্ব নিচ্ছি, ওই সময় আমি ব্যক্তিগতভাবে কেবল রিজওয়ানের সঙ্গে আলোচনা করি। জানতে চেয়েছিলাম এ নিয়ে তার ভাবনা কী এবং সে কী করতে যাচ্ছে। রিজওয়ান ভালো মানুষ এবং সে নিজেই দায়িত্ব থেকে সিদ্ধান্ত নেয় যে, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবে এবং আমি তার স্থলাভিষিক্ত হব। ফলে তার পরামর্শ অনুসারেই আমি সিদ্ধান্ত নিয়েছি।’
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকেই অভিজ্ঞ তারকা মোহাম্মদ রিজওয়ানকে ওয়ানডের নেতৃত্ব থেকে বরখাস্তের ঘোষণা আসে। রিজওয়ানও ওই সময়ের পর থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশ্য পাকিস্তানের ক্রিকেটে হুট করে অধিনায়ক বদলে ফেলা নতুন কিছু নয়। এর আগে শাহিন আফ্রিদিকেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে একটি সিরিজে দায়িত্ব পালন করেন। ভরাডুবি হলেও এক সিরিজেই তার অধিনায়কত্ব বদলে যাওয়ার ধারণা করা কঠিনই ছিল। কিন্তু তাই হয়েছে, তাকে সরিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে বাবর আজমকে ফরম্যাটটির নেতৃত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
গত বছরের ২৭ অক্টোবর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পান রিজওয়ান। তার অধীনে পাকিস্তান ২০টি ওয়ানডে খেলেছে, যেখানে ৯টি জয় এবং হেরেছে ১১টিতে। এ ছাড়া চার টি-টোয়েন্টির সবকটিতেই হারের তিক্ত স্বাদ পান ৩৩ বছর বয়সী এই তারকা। ফলে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে রিজওয়ানকে সরিয়ে অলরাউন্ডার সালমান আলি আগাকে দায়িত্ব দেওয়া হয়।
এএইচএস