সিলেটে প্রথম ইনিংসে যত রান করতে চায় আয়ারল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনের শেষ বলে জর্ডান নেইল আউট হন, তাকে ফেরান তাইজুল ইসলাম। এর আগে নেইলের সাথে ভালো জুটি হয় ব্যারি ম্যাককার্থির। ফলে দ্বিতীয় দিনে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে ব্যাট করতে নামবে আইরিশরা। দিনের শেষ বলের হারানো উইকেট নিয়েই যত আফসোস আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ গ্যারি উইলসনের।
সংবাদ সম্মেলনে উইলসন বলেন, ‘আসলে (ম্যাচের) এমন জায়গায় খুশি কিনা বলা মুশকিল। এখনও তো বাংলাদেশ ব্যাট করেনি। তারাও ব্যাট করুক তারপর বোঝা যাবে। আগেই বললাম ২৭০/৭ হলে বেশি খুশি থাকতাম। শেষ উইকেটটা বাংলাদেশকে কিছুটা এগিয়ে দিয়েছে।’
বিজ্ঞাপন
দুই অভিষিক্ত ক্যাডে কারমাইকেল এবং জর্ডান নেইলের ব্যাটিং নিয়ে উইলসন বলেছেন, ‘দুজনই দারুণ এক্সাইটিং ট্যালেন্ট। আশা করি তারা টেস্ট ক্রিকেটে নিজেদের বেশ ভালোভাবে মানিয়ে নিতে পারবে। ভালো পারফর্ম করে যাবে। আজকে বাংলাদেশের বেশ ভালো বোলিং সামলাতে হয়েছে তাদেরকে। ফলে এই জায়গায় সম্মানটা দিতেই হবে। আশা করি তারা নিজেদের টেস্ট অভিষেক নিয়ে খুশিই হবে।’
ফিফটি পেলেও কেউ পাননি সেঞ্চুরির দেখা। এ নিয়ে ব্যাটিং কোচ উইলসন বলেছেন, ‘আমাদেরও এরকম চিন্তা ছিল, কেউ শুরু পেলে তাকে লম্বা ইনিংস খেলে আসতে হবে। যত বেশি সম্ভব রান পেতে হবে। ৪-৫ জন ৪০ রান করেছে, একজনও যদি বড় রান পেত আমরা আরও ভালো জায়গায় থাকতাম। লরকান টাকার আসলে অনেক ভালো একটি বলে আউট হয়েছে। তারাও চাইত বড় রান পেতে। দিনটা তাহলে আরও ভালো যেত আমাদের।’
বিজ্ঞাপন
রানের ব্যাপারে উইলসন জানান, ‘গত কয়েক দিনে আমরা গড়ে ২০০ এর মাঝামাঝি যেতে পেরেছি। দেখা যাক এবার কত যেতে পারি। আশা করি কাল সকালে শুরুটা দারুণভাবে করতে পারব এবং যত বেশি সম্ভব রান নিতে পারব।’
৩২০ রান আদর্শ হবে কি না এমন প্রসঙ্গে উইলসন বলেছেন, ‘(হাসি) আমরা চাইব ৬০০ রান করতে, যদি ৬০০ রান সম্ভব হয় (হাসি)। তবে এখন বলতে চাই যত বেশি সম্ভব রান করা যায়। শেষে নেইল এবং ম্যাককার্থি ভালো জুটি গড়েছে। বেশ মূল্যবান রান যোগ করেছে। নির্দিষ্ট কোনো নাম্বার বলতে চাইছি না। যত বেশি সম্ভব রান তুলতে চাই।’
এসএইচ/এইচজেএস