ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
টেস্টে ঋশাভ পান্তের মারমুখী ব্যাটিং অনেকের কাছেই পরিচিত। আজ (শনিবার) কলকাতার ইডেন গার্ডেন্সেও তিনি আগ্রাসী ব্যাটিং করলেন। ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে করেন ২৭ রান, এর মধ্যে ২০টি রান এসেছে বাউন্ডারি থেকে। দুটি করে চার ও ছয় মেরেছেন তিনি।
ছোট ইনিংসের শেষ ছক্কা মেরে ব্রেন্ডন ম্যাককালাম, অ্যাডাম গিলক্রিস্ট, টিম সাউদি, ক্রিস গেইল ও জ্যাক ক্যালিসের সঙ্গে অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন পান্ত। সবচেয়ে বড় অর্জন, ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা তার।
বিজ্ঞাপন
৯২ ছক্কা মেরে বীরেন্দ্রর শেবাগকে পেছনে ফেলেছেন পান্ত। সাবেক ওপেনারের যেখানে লেগেছিল ১৮০ ইনিংস, সেখানে পান্ত খেলেছেন ৮৩ ইনিংস।
ভাগ্যের ছোঁয়া ছিল এদিন পান্তের ইনিংসে। ৩৮তম ওভারে অল্পের জন্য জীবন পান তিনি। কেশভ মহারাজের বলে স্লিপে ছুটেছিল তার শট, এইডেন মারক্রাম লুফে নিতে পারেননি।
বিজ্ঞাপন
জীবন পেয়ে পান্ত আগ্রাসী হয়ে ওঠেন। লম্বা ছক্কা মারেন । তারপর মহারাজকে আরেকটি ছয় মেরে শেবাগের রেকর্ড ভাঙেন। আরেকটি চার মেরে থামতে হয় তাকে। করবিন বোশের শিকার হয়ে।
এফএইচএম/