২০০ রান করলেও বাবা খুশি হবেন না : বৈভব
বৈভব সূর্যবংশী সবশেষ আইপিএলে আলোড়ন সৃষ্টি করেন। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রাজস্থান রয়্যালসে চুক্তিবদ্ধ হন। তারপর বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের খেতাব পান। সেই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন ভারতের জার্সিতে। রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ‘এ’ দলের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ান হন বৈভব।
শুক্রবার আরব আমিরাতের বিপক্ষে ৪২ বলে ১৪৪ রান করেছেন ১৪ বছর বয়সী বৈভব। তবুও ম্যাচ শেষে তার গলায় অনুযোগের সুর। তিনি জানালেন, ২০০ করলেও হয়তো তার বাবা খুশি হবেন না।
বিজ্ঞাপন
শনিবার ম্যাচের পর একটি ভিডিও পোস্ট করেছে ভারতীয় বোর্ড। যেখানে বৈভবকে তার বাবার সঙ্গে ফোনে কথা বলতে দেখা গেছে। ইনিংসের জন্য ছেলের প্রশংসা করেছেন তার বাবা। কিন্তু বাবার অভিযোগ- যে বলে আউট হয়েছেন, সেটা ছক্কা মারার মতো ছিল।
বৈভবের বাবাকে বলতে শোনা যায়, ‘তুমি যদি ওই শটটা (বৈভবের আউট হওয়ার শট) কভারের উপর দিয়ে আরো একটু উঁচু করে মারতে পারতে তা হলে ছয় হতো।’ হাসতে হাসতে বৈভব বলেন, ‘ঠিক করে শটটা খেলতে পারিনি। বলটা ধীর গতিতে এসেছিল।’
বিজ্ঞাপন
পরে বৈভব বলেন, ‘বাবাকে সহজে খুশি করা যাবে না। যদি আমি ২০০ করতাম, তা হলেও বাবা বলতো যে আরো বেশি রান করা উচিত ছিল। কিন্তু মা সবসময়ে খুশি হয়। আমি শূন্য করি বা শতরান করি, মা আনন্দ পায় এবং আরো ভালো খেলতে বলে।’
৩২ বলে সেঞ্চুরি করেছেন বৈভব। শুরুতেই রান পেয়ে খুশি তিনি, ‘যে কোনো প্রতিযোগিতার শুরুতে রান করতে পারলে ভালো লাগে। আজও আমি নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। কোন দলের বিপক্ষে খেলছি সেটা দেখি না। সব সময়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আজ সেটা পেরেছি। ফলাফলও দেখতে পাচ্ছে সবাই।’
এফএইচএম/