মুশফিকের কত দিন খেলা উচিত প্রশ্নে যা বললেন প্রধান কোচ
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে বড় মাইলফলকে নাম লেখাবেন মুশফিকুর রহিমও। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ তম টেস্ট খেলতে যাচ্ছেন তিনি।
আর কতদিন খেলবেন মুশফিক, এমন প্রশ্নের উত্তরও খুঁজছেন অনেকে। আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, 'না (মুশফিকের ভবিষ্যত সম্পর্কে কথা হয়নি)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময় যখন আমি এলাম, মুশফিককে একটা কথাই বলেছি, এই সময়ে তোমার কাজ শুধু প্রতিটি দিন, প্রতিটি টেস্ট ম্যাচ উপভোগ করা। কারণ সিদ্ধান্ত তোমার। যখন তুমি পারফর্ম করতে থাকবে, তখন সিদ্ধান্ত তুমিই নেবে কত দিন খেলবে। তাই পারফরম্যান্স জরুরি। তো যখন সে পারফর্ম করতে থাকবে, পেশাদারিত্বই তাকে বিদায়ের সময় পর্যন্ত এগিয়ে নেবে।'
বিজ্ঞাপন
পরে আরেক প্রশ্নে বাংলাদেশের প্রধান কোচ জানান, তিনটি জিনিস ঠিক করে দেবে মুশফিকের ক্যারিয়ারের সামনের দিনগুলো, 'আমার মতে, আপনাকে কিছু জিনিস বিবেচনা করতে হবে। প্রথমত আপনাকে ফিটনেস দেখতে হবে। মুশফিক হয়তো দলের সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন। আর সে যদি পারফর্ম করতে থাকে। তিন ম্যাচ আগেই সে শ্রীলঙ্কায় সেঞ্চুরি করেছে। তো সে পারফর্মও করছে। এই দুইটি বড় মানদণ্ড।'
'আমি বলব সব মিলিয়ে তিনটি ব্যাপার। আপনি যত দিন পারফর্ম করছেন, আপনার ফিটনেস আর খেলা চালিয়ে নেওয়ার তাড়না। তো এই মুহূর্তে তিনটিই আছে তার মধ্যে। তাই এই বিষয়ে (অবসর) সে নিজেই সিদ্ধান্ত নেবে।'
বিজ্ঞাপন
এসএইচ/এফআই