বাবর-শাহিবজাদার ফিফটি, তারিকের হ্যাটট্রিকে ফাইনালে পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে উড়ছে পাকিস্তান। গতকাল (রোববার) জিম্বাবুয়েকে আবার উড়িয়ে দিলো তারা। শাহিবজাদা ফারহান ও বাবর আজমের ফিফটির পর ১৯৬ রানের লক্ষ্য দিয়ে ৬৯ রানে জিতেছে পাকিস্তান।
টানা তিন জয়ে ফাইনালে উঠে গেছে পাকিস্তান। ৫ উইকেটে ১৯৫ রান সংগ্রহের পর জিম্বাবুয়েকে তারা ১৯ ওভারে ১২৬ রানে অলআউট করেছে। উসমান তারিকের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছেন এই ডানহাতি স্পিনার।
বিজ্ঞাপন
জিম্বাবুয়ে ৫৯ রানে চার উইকেট হারানোর পর তারিক দশম ওভারে হ্যাটট্রিক করেন। ৬৩ রানে ৮ উইকেট পড়ার পর রায়ান বার্লের একার লড়াইয়ে একশ পার করে জিম্বাবুয়ে। ৪৯ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
বিজ্ঞাপন
এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেছেন সিকান্দার রাজা (২৩)।
উসমান চার ওভারে ১৮ রান দিয়ে চার উইকেট তুলে নেন।
প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ২৯ রানে ওপেনার সাইম আইয়ুবকে হারায়। তারপর শাহিবজাদা ও বাবর ১০৩ রানের জুটি গড়েন।
শাহিবজাদা ৬৩ রানে আউট হন। ৪১ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৩ ছয়।
বাবর একপ্রান্ত আগলে রেখে ৭৪ রান করেন। ৫২ বলের ইনিংসে ৭ চার ও ২ ছয় ছিল। শেষ দিকে ফখর জামানের ১০ বলে ১ চার ও ৩ ছয়ে ২৭ রানের ক্যামিওতে প্রায় দুইশ রান করে পাকিস্তান।
আগামী ২৯ নভেম্বর হবে ফাইনাল। তার আগে ২৭ তারিখে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।
এফএইচএম/