মার্ক উডের অ্যাশেজ শেষ

পার্থে প্রথম অ্যাশেজ টেস্টে বাঁ হাঁটুর চোটে পড়েছিলেন মার্ক উড। ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের পেসার। ২-০ তে পিছিয়ে থাকা সফরকারীদের জন্য দুঃসংবাদ, সিরিজের বাকি তিন ম্যাচেও তিনি খেলতে পারবেন না। তার বদলে দলে নেওয়া হয়েছে ম্যাথু ফিশারকে।

অ্যাডিলেডেও উডের খেলার সম্ভাবনা ছিল ক্ষীণ। ৩৫ বছর বয়সী এই পেসারকে মেলবোর্ন ও সিডনিতে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল ইংল্যান্ড। কিন্তু ইসিবি এক বিবৃতিতে জানাল, তার অ্যাশেজ শেষ, ‘এই সপ্তাহের শেষ দিকে উড দেশে ফিরে যাবেন এবং পুনর্বাসন ও সুস্থ হওয়ায় প্রক্রিয়ায় ইসিবি মেডিক্যাল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।’ অ্যাশেজে উডকে হারানো ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। ১০ বছরের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ বছর বয়সী পেসারের পরিসংখ্যান বেশ সন্তোষজনক। ১২ ম্যাচ খেলে ৪১ উইকেট, এর মধ্যে অস্ট্রেলিয়ায় ৫ ম্যাচে নেন ১৭ উইকেট।

ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের হতাশাজনক চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে হাঁটুতে চোট পান উড। পরে অস্ত্রোপচার করান। ১৫ মাসের মধ্যে প্রথমবার টেস্ট খেলতে নেমেছিলেন পার্থে। পুরো ম্যাচে ১১ ওভার বল করে উইকেট পাননি। পরে হাঁটুর ব্যথার কথা জানান। 

তার স্থলাভিষিক্ত ফিশার ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই পেসার একমাত্র টেস্ট খেলেছেন ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় ম্যাচের জন্য তিনি এই সপ্তাহে সিনিয়র দলের সঙ্গে যোগ দিবেন।

একই দিনে অস্ট্রেলিয়াও দিয়েছে দুঃসংবাদ। তাদের পেসার জশ হ্যাজেলউড ছিটকে গেছেন সিরিজ থেকে। তবে প্যাট কামিন্স ফিরছেন। পিঠের সমস্যায় দ্বিতীয় ম্যাচে দর্শক হিসেবে থাকা উসমান খাজাকে অ্যাডিলেডে পাওয়ার প্রত্যাশা করছে স্বাগতিকরা।

এফএইচএম/