বড় স্বপ্ন নিয়ে যুব এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে গেল কয়েকদিনে সিলেটে কঠোর অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ক্যাম্পটা ভালো হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ যুব দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ।

আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাভিদ নেওয়াজ বলেন, 'এশিয়া কাপের ক্যাম্প ফলপ্রসূ ছিল। ক্যাম্পটা অল্প সময়ের ছিল কারণ ছেলেরা এই সময়ে অনেক ক্রিকেট খেলে চলেছে। তাই আমরা একটি সংক্ষিপ্ত ক্যাম্পের পরিকল্পনা করেছিলাম এবং আমার মনে হয় আমরা সবকিছুই প্রয়োজনীয়তার অনুযায়ী সম্পন্ন করতে পেরেছি।'

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার চাপ নিয়ে প্রশ্নে নাভিদ জানান, 'আমি আশা করি তা (চাপ) নয়। এটা আরেকটা টুর্নামেন্ট মাত্র এবং সবকিছু নির্ভর করছে কিভাবে তুমি খেলো। কোন দল সেই দিনে ভালো খেলবে। আমরা আলোচনা করছিলাম যে আমরা যেসব প্রক্রিয়া সব খেলোয়াড়ের জন্য পরিকল্পনা করেছি, তাদের মেনে চলা জরুরি। মূল বিষয় হলো ক্রিকেট উপভোগ করা এবং এশিয়া কাপের সময় সবকিছুরই আনন্দ নেওয়া।'

দলের অভ্যন্তরীণ গুরুত্ব নিয়ে নাভিদ বলেন, 'দলের মতো কাজ করা, একসঙ্গে কাজ করা এবং ১০-১২ দিনের সময় একে অপরকে সাহায্য করা যাতে কেউ একা না থাকে। একে অপরের সাফল্য উপভোগ করা এবং চাপের মুহূর্তে কেমন যায় তা দেখা। মূল বিষয় হলো আমরা শীর্ষে আসতে সক্ষম হতে পারব।'

দেবার বদলে জীবনকে দলে নেওয়া নিয়ে নাভিদ বলেন, 'মূল ভাবনা হলো দেবার বদলে জীবনকে আনা হয়েছে। জীবন এমন একজন খেলোয়াড় যিনি বিশ্বকাপে জন্য যোগ্য এবং দল তাকে গুরুত্ব দিচ্ছিল। তাকে অনেক ঘরোয়া ক্রিকেট খেলতে দেওয়া হয়েছে এনসিএল-এ, কারণ সে গত বিশ্বকাপেও খেলেছে।'

'সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ভাবলাম, তাকে অনূর্ধ্ব-১৯ দলের মাধ্যমে যেতে হবে না, আমরা তাকে পরবর্তী ধাপে অন্তর্ভুক্ত করতে পারি। একটি অলরাউন্ডার স্পট খালি থাকা প্রয়োজন ছিল এবং আমি মনে করি দেবা সময়ে সময়ে ভালো করেছে, কিন্তু তুলনামূলকভাবে সেই জায়গা জীবনের জন্য ভালো।'

এসএইচ/এইচজেএস