ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না। এটা আগে থেকেই ধারনা করা হচ্ছিলো। শেষ অবধি সত্যি হলো সেটাই। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। বিসিসিআইয়ের পর বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তারা। করোনায় বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছেন। এমন অবস্থায় দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। 

বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত জানানোর ব্যাপারে শেষদিন ছিল সোমবার। এদিনই ভারত জানিয়ে দেয়, তাদের দেশে আয়োজন করবে না বিশ্বকাপ। অবশ্য সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হলেও স্বাগতিক থাকছে বিসিসিআই। 

আগামী ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ, ফাইনাল হবে ১৪ নভেম্বর। খেলা হবে মোট চার ভেন্যুতে। এগুলো হলো-দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম ও ওমান ক্রিকেট গ্রাউন্ড।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিরাপদে আয়োজনের ব্যাপারেই আমরা অগ্রাধিকার দিচ্ছি। যদিও ভারতে টুর্নামেন্টটি আয়োজন করতে না পেরে আমরা হতাশ। ভক্তদের দারুণ একটি বিশ্বকাপ টুর্নামেন্ট উপহার দিতে আমরা বিসিসিআই, আমিরাত ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।’

এমএইচ/এটি