শিশুর চিকিৎসার জন্য বিশ্বজয়ের জার্সি নিলামে তুললেন সাউদি
কয়েকদিন আগেই ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে নিউজিল্যান্ড। দূর হয় বৈশ্বিক কোনো শিরোপা না জিততে পারার তাদের দীর্ঘদিনের আক্ষেপ। স্বাভাবিকভাবেই এই ফাইনালের সবকিছুই বিশেষ দলের যেকোনো ক্রিকেটারের জন্য।
আর ওই জার্সিই নিলামে তুলছেন কিউই পেসার টিম সাউদি। কারণটা অবশ্য মানবিক। ক্যান্সার আক্রান্ত এক মেয়ের চিকিৎসার জন্য নিজের টেস্ট বিশ্বকাপ ফাইনালের জার্সিটি নিলামে তুলছেন তিনি।
বিজ্ঞাপন
বছর দুয়েক আগে ক্যান্সার আক্রান্ত হোলি বাটের কথা জানতে পারেন সাউদি। তখন থেকেই নানাভাবে সাহায্য করার চেষ্টা করে চলেছেন তিনি। ২০১৮ সালে ‘নিউরোব্লাস্টোমা’ নামক বিরল রোগ ধরা পড়ে বাটের। এই ধরনের ক্যান্সারে শিশুরাই বেশি আক্রান্ত হয়।
শিশুটির পাশে দাঁড়ানোর জন্য সাউদি তার ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, জার্সিটি বিক্রি করে হোলির পাশে দাঁড়াতে চান তিনি। সাউদির ওই জার্সিতে অটোগ্রাফ আছে নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী সব সদস্যেরও।
বিজ্ঞাপন
সাউদি লিখেছেন, ‘আমি আশা করছি, হোলির চিকিৎসার জন্য এই জার্সিটা কাজে লাগবে। কিছুটা উপকার হবে তার পরিবারের। একজন বাবা হিসেবে এই লড়াইয়ে আমি ওদের পাশে রয়েছি।’ তার ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যেই জার্সিটি নিলাম থেকে কেনার আগ্রহ বেড়েছে।
এমএইচ