৭ জুলাই শুরু হবে প্রথম টেস্ট। এর আগে প্রস্তুতি ম্যাচ পাওয়া যাবে কি যাবে না, সংশয় ছিল তা নিয়ে। শেষ পর্যন্ত পেয়েছে বাংলাদেশ। দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশে। যার প্রথম দিনে ফিফটি পেয়েছেন তিন ব্যাটসম্যান সাকিব আল হাসান, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত।

দীর্ঘদিন ধরেই রানের দেখা পাচ্ছে না সাকিবের ব্যাট। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট। প্রস্তুতি ম্যাচে সেই খরা কাটানোর বার্তাই যেন দিয়ে রেখেছেন এই অলরাউন্ডার। শুরুতে কিছুটা ধীরস্থির খেললেও শেষ অবধি করেছেন ৫৬ বলে ৭৪ রান। ১৪ চারের সঙ্গে হাঁকিয়েছেন এক ছক্কাও।

সাকিব ছাড়াও ফিফটি পেয়েছেন ওপেনার সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তও। ১০৮ বলে ৬৫ রান করেন সাইফ। তার ব্যাটে আসে ১৩ চার ও ১ ছক্কা। শান্ত ১০৭ বলে খেলেন ৫২ রানের ইনিংস। ৭ চারের সঙ্গে ছক্কা হাঁকান ২টি। 

ফিফটি করা তিন ব্যাটসম্যানই মাঠ ছাড়েন স্বেচ্ছায়। এরপর ব্যাটিংয়ে নেমে রান পেয়েছেন লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদও। 
লিটন ৮২ বলে ৩৭ করে অবসরে যান। মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৮ চারে ৭১ বলে ৪০ রান করে।

বাংলাদেশের পক্ষে আউট হন দুই ব্যাটসম্যান। ৩০ বল খেলেও শূন্য রানে সাজঘরে ফেরত যান ওপেনার সাদমান ইসলাম। একটি করে চার-ছক্কায় ২৯ রান করে আউট হন মুমিনুল হক। হারারেতে শনিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বাংলাদেশের ২ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছে বাংলাদেশ।

এমএইচ