সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৬৮/১০, ১২৬ ওভার (মাহমুদউল্লাহ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫; মুজারাবানি ৪/৯৪)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১১৪/১, ৪১ ওভার (শুম্বা ৪১, টেলর ৩৭*, কাইতানো ৩৩*; সাকিব ১/৪৩)

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৪৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম দিন ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানে দ্বিতীয় দিন শুরু করা টাইগাররা ২ উইকেটে স্কোর বোর্ডে জমা করে আরও ১৭৪ রান। এদিন স্বাগতিক বোলারদের রীতিমতো শাসন করেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। প্রতিপক্ষকে অলআউট করে ব্যাট হাতে জবাবটা বেশ ভালোই দিচ্ছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে ৪১ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তুলেছেন ১১৪ রান।

বাংলাদেশের থেকে ৩৫৪ রানে পিছিয়ে আগামীকাল (শুক্রবার) ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা। ওপেনার মিল্টন শুম্বা ৪১ রান করে আউট হলেও অপরাজিত আছেন তাকুজওয়ানাশে কাইতানো ও অধিনায়ক ব্রেন্ডন টেলর। যেখানে কাইতানো ৩৩ ও টেলর ৩৭ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন। বল হাতে বাংলাদেশের একমাত্র সাফল্যটি আসে সাকিব আল হাসানে হাত ধরে।

ম্যাচের প্রথম দিনে উইকেটের চরিত্র যেমন ছিল, সেখান থেকে জিম্বাবুয়ের পেসাররা বেশ সাহায্য পেয়েছেন। এর ফায়দা তুলে নিতে ভুল করেননি তারা। টাইগারদের ৮ উইকেট ভাগ করে নেন জিম্বাবুয়ের তিন পেসার। তবে দ্বিতীয় দিনের শুরু থেকে উইকেট ছিল নিষ্প্রাণ। ভূমিকায় বোলার তাসকিন আহমেদ সে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটির স্বাদ পান তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ তো খেলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংস।

সঙ্গে লিটন দাসের ৯৫ ও অধিনায়ক মুমিনুল হকের ৭০ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৪৬৮ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ দল। বল হাতে জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি নেন সর্বোচ্চ ৪টি উইকেট।

এ দিনের দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ব্যাট হাতে ভালো শুরু পায় তারা। টাইগার বোলারদের শাসন করে উদ্বোধনি জুটিতেই ৬১ রান তোলেন মিল্টন শুম্বা ও তাকুজওয়ানাশে কাইতানো। ইনিংসের ২৮তম ওভারে স্বস্তি ফেরে টাইগার শিবিরে। দলের হয়ে দিনের প্রথম এবং একমাত্র সাফল্য এনে দেন সাকিব। ফেরান ৪১ রানে ব্যাট করা মিল্টন শুম্বাকে। পরে দিনের বাকি সময় উইকেট আঁকড়ে পড়ে থাকেন কাইতানো ও টেলর।

দ্বিতীয় উইকেটে দুজনের ৫৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে স্কোর বোর্ডে ১১৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে তারা ৩৫৪ রানে পিছিয়ে থাকলেও হাতে উইকেট আছে ৯টি।

টিআইএস