আটকে গেলেন রুবেল-শামীম
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ফরম্যাটের স্কোয়াডে ডাক পাওয়া সদস্যরা আলাদা তিন ধাপে সফরে গেছেন। তবে টেকনিক্যাল কারণে এখনো বাংলাদেশে রয়ে গেছেন পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার শামীম পাটোয়ারী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ভিসা জটিলতার কারণে যেতে পারেননি এই দুই ক্রিকেটার। তবে খুব দ্রুতই এ জটিলতা কাটিয়ে তারা জিম্বাবুয়ে যাবেন।
বিজ্ঞাপন
শুরুতে ১৮ সদস্যের টেস্ট দল জিম্বাবুয়ে গেছে। এরপর গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় ভোর চারটায় রওনা যান ওয়ানডে দলের সদস্যরা। এরই মধ্যে জিম্বাবুয়ে গিয়ে পৌঁছেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিঠুন। এই বহরের সঙ্গেই যাওয়ার কথা ছিল রুবেল হোসেনের।
ওয়ানডের পর আজ (শুক্রবার) ভোরে দেশ ছাড়েন টি-টোয়েন্টি দলের সদস্যরা। এখন জিম্বাবুয়ের পথে আছেন সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও আমিনুল ইসলাম বিল্পব। তাদের সঙ্গে থাকার কথা ছিল দলের নতুন মুখ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শামীমের। ভিসা জটিলতায় এখনো যেতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
এর আগে ভিসা জটিলতায় পড়েছিলেন টেস্ট দলের সদস্য সাদমান ইসলামও। দলের সঙ্গে যেতে পারেননি তিনি। আলাদাভাবে একদিন পর দেশ ছাড়েন তিনি।
টিআইএস/এমএইচ/জেএস