সাকিবের হাত ধরে খেলায় ফিরেছে বাংলাদেশ
সফরকারী বাংলাদেশ দলকে ৪৬৮ রানে অলআউট করে ব্যাট হাতে ছড়ি ঘুরাচ্ছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। গতকাল (বৃহস্পতিবার) ম্যাচের দ্বিতীয় দিন প্রায় দেড় সেশন ব্যাট করে মাত্র ১ উইকেট হারায় স্বাগতিকরা। আজ (শুক্রবার) তৃতীয় দিনের প্রথম সেশনে ব্রেন্ডন টেলরের উইকেট হারালেও রানের গতি বাড়িয়ে নেয় জিম্বাবুয়ে।
তবে এদিন দ্বিতীয় সেশনের শুরু থেকে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের চেপে ধরেছেন টাইগাররা বোলাররা। এই সেশনে সাকিব আল হাসান আর তাসকিন আহমেদের কল্যাণে আরও ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ দল। কৃপণ বোলিংয়ে এই সেশনের ২৯ ওভারে মাত্র ৩৫ রান দিয়েছেন সফরকারী বোলাররা।
বিজ্ঞাপন
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে দলের সংগ্রহ ২৪৪ রান। সতীর্থরা সাকিব-তাসকিনদের সামলাতে হিমশিম খেলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যাচ্ছেন তাকুজওয়ানাশে কাইতানো। এদিনের প্রথম সেশন শেষে ৬৩ রানে অপরাজিত এই ব্যাটসম্যান দ্বিতীয় সেশন শেষ করেছেন অপরাজিত ৮২ রানে। তার সঙ্গে ১০ রানে অপরাজিত থেকে দিনের তৃতীয় ও শেষ সেশনের খেলা শুরু করবেন রেগিস চাকাভা।
জিম্বাবুয়ে দল তাদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ব্যাট করেছে প্রায় সাড়ে ৩ সেশন। শুরুর আড়াই সেশনে অর্থাৎ প্রথম ৬৭ ওভারে তাদের ব্যাটসম্যানরা শাসন করেছেন সফরকারী বোলারদের। মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরেই খোলস বদলান সাকিব-তাসকিনরা।
বিজ্ঞাপন
এই সেশনে শুরুর আঘাত হানেন সাকিব, ফেরান ২৭ রানে ব্যাট করতে থাকা ডিওন মেয়ার্সকে। পরে রানের খাতা খুলতে দেনন টিমিসেন মারুমাকে। ম্যাচে এটি বাঁহাতি স্পিনারের তিন নম্বর শিকার। রান আটকে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের চেপে রাখার সুফল পান তাসকিন। উইকেটের পিছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরের পথ ধরেন রয় কাইয়া।
তবে এতোকিছুর পরেও ফেরানো যায়নি কাইতানোকে। ৮২ রান করতে ২৮২টি বল খেলে ফেলেছেন তিনি। তৃতীয় সেশনের শুরুতেই তাকে ফেরাতে পারলে দ্বিতীয় ইনিংস শুরুর আগে বড় লিড নিতে পারবে বাংলাদেশ। দল ৫ উইকেট হারিয়ে ২৪৪ রান তোলা জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে এখনো পিছিয়ে আছে ২২৪ রানে।
টিআইএস