এই তো গত ৭ জুলাই মারা গেছেন বলিউড কিংবদন্তি দিলীপ কুমার। তার মৃত্যুর শোক সামলে ওঠার আগেই চলে গেলেন তারই এক প্রিয় মানুষ যশপাল শর্মা, ভারতীয় ক্রিকেটে যিনি ‘ক্রাইসিস ম্যান’ নামে পরিচিত। তার বড় পরিচয়টা অবশ্য ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

মৃ্ত্যুকালে যশপালের বয়স হয়েছিল ৬৬ বছর। দিলীপ কুমার যেদিন চলে গেলেন যশপাল বলেছিলেন, ‘জীবদ্দশায় একজনই আমার পছন্দের অভিনেতা ছিলেন। তিনি দিলীপ কুমার। ইউসুফ ভাই, আমার জীবন বদলে দিয়েছিলেন।’ বলিউডের এই মহা তারকাকেই আদর্শ মানতেন যশপাল শর্মা। সেই আইডলকে হারিয়ে কিছুটা ভেঙে পড়েছিলেন তিনি। শেষ অবধি পাড়ি দিলেন না ফেরার দেশে। 

তার মৃত্যুতে এখন শোকাহত ভারতীয় ক্রিকেটাঙ্গন। বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের কান্না থামছেই না। মাঠের ক্রিকেটে একটা সময় যশপাল ছিলেন তার বড় অস্ত্র। ১৯৮৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলেন যশপাল। দল পায় ফাইনালের টিকিট। সেই বিশ্বকাপে যশপাল শর্মা ৩৪.২৮ গড়ে করেন ২৪০ রান। 

পাঞ্জাবের সাবেক এই ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক ১৯৭৯ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। ৩৭টি টেস্টে দুটি সেঞ্চুরিসহ ১৬০৬ রান করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ৪২ ম্যাচ খেলে যশপাল শর্মা ২৮.৪৮ গড়ে করেন ৮৮৩ রান। 

এটি/জেএস