আমাদের অবস্থান ভালো, বিকল্প অনেক : মোসাদ্দেক
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। পরের মিশন ওয়ানডে। আগামী ১৬ জুলাই হারারেতে শুরু হবে তিন ম্যাচের একদিনের ম্যাচের সিরিজ। টেস্ট দলে না থাকলেও ওয়ানডে দলের সদস্য মোসাদ্দেক হোসেন।
টাইগারদের দলে তরুণ ও অভিজ্ঞদের মিশেলের কারণে নিজেদের এগিয়ে রাখছেন এই অলরাউন্ডার। জাতীয় দলে নিজেদের বিকল্পও অনেক দেখেন তিনি। মঙ্গলবার জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন মোসাদ্দেক।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমাদের দলে যে চারজন অভিজ্ঞ পারফর্মার আছেন আর সাথে তরুণরা আছে, আমাদের ওয়ানডে দল অন্যান্য দলের চেয়ে এদিক থেকে এগিয়ে আছে। অন্যান্য অনেক দলেই হয়তো এটা নেই। এদিক থেকে আমি মনে করি আমাদের অবস্থান খুব ভালো। আমাদের বিকল্প অনেক বেশি। বেশিরভাগ খেলোয়াড় বোলিং-ব্যাটিং দুটিই করতে পারে। দলের জন্য যা খুবই ভালো দিক।’
জাতীয় দলের হয়ে না গেলেও এ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন মোসাদ্দেক। ছয় বছরের আগের সফরে দেখা কন্ডিশনের সঙ্গে এবার পার্থক্য খুঁজে পাচ্ছেন না তিনি। হারারেতে ব্যাটসম্যানদের জন্য ভালো উইকেট থাকবে বলেই বিশ্বাস করেন এই অলরাউন্ডার।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘২০১৫ সালে এ দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে এসেছিলাম। প্রায় ছয় বছর আগের মতোই উইকেট কন্ডিশন আছে। টেস্ট ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। শুরুর এক ঘণ্টা ছাড়া বোলাররা খুব বেশি সহায়তা পাবে না। বোলারদের জন্য চ্যালেঞ্জিং হলেও ব্যাটসম্যানদের জন্য খুব ভালো উইকেট।’
এমএইচ