ইউরোর সেই ম্যাচে ঋষভ পান্ত/ফাইল ছবি

ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট দলের দুইজন আক্রান্ত হয়েছিলেন করোনায়। তার একজন সেরে উঠলেও অন্যজন এখনো করোনায় আক্রান্ত, বিষয়টা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ পেল সেই ক্রিকেটারের নাম। সেই ক্রিকেটার হলেন ঋষভ পান্ত।
গেল মাসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ভারতীয় দলের ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছিল। তার ফায়দা তুলতেই ঋষভ পান্ত ছুটে গিয়েছিলেন ওয়েম্বলিতে, ইউরো ২০২০ এর খেলা দেখতে। সেই ম্যাচের পর তিনজন দর্শকের গায়ে পাওয়া গিয়েছিল করোনাভাইরাসের ডেল্টা ধরনের উপস্থিতি। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়ে ফিরেছেন ভারতীয় এই ক্রিকেটার, আর তার শরীরে থাকা করোনার ধরনটাও সেই ডেল্টা ভ্যারিয়েন্টই!
তার নাম প্রকাশ করে ইএসপিএন ক্রিকইনফো জানায়, করোনায় আক্রান্ত হওয়ার কারণে দলের সঙ্গে ডারহামেও যাওয়া হচ্ছে না তার। সেখানেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা খেলার কথা ভারতের।
বিষয়টি ক্রিকইনফোকে জানিয়েছে বিসিসিআইয়ের এক সূত্র। সেই সূত্র আরও জানায়, করোনায় আক্রান্ত হয়ে আরও আট দিন আগে থেকেই আইসোলেশনে আছেন তিনি। তবে তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গও ধরা পরেনি বলে জানা গেছে।
তিনি জানান, 'বর্তমানে তিনি এক আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। এর ফলে আগামী বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহামেও যাওয়া হচ্ছে না তার।' ২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কবে দলের সঙ্গে যোগ করলেন তা এখনো জানা যায়নি।
তবে তিনি করোনায় আক্রান্ত হয়ে পড়লেও দলের বাকিদের অবস্থা স্বাভাবিকই আছে, জানিয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, 'হ্যাঁ, একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু শেষ আট দিন ধরেই তিনি কোয়ারেন্টাইনে আছেন। হোটেলে দলের সঙ্গে ছিলেন না তিনি, ফলে দলের বাকিরা এতে আক্রান্ত হননি। এখন পর্যন্ত দলের অন্য কেউ করোনা পজিটিভ হয়নি।'
এনইউ/এটি