অবসর নিতেই সুখবর পেলেন মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ রিয়াদ/ফাইল ছবি
তিনি সরাসরি কিছু বলেন নি, আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে মাহমুদউল্লাহ রিয়াদ যে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন সেটা নিশ্চিত হয়ে গেছে। তার সতীর্থরাও জানাচ্ছেন বিদায়ী শুভেচ্ছা। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ক্যারিয়ারসেরা ইনিংস শেষে সাদা পোশাককে গুডবাই বলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। তবে বিদায় নিয়েই সুখবর পেলেন তিনি।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন মাহমুদউল্লাহ। হারারে টেস্টে তার ব্যাট থেকে এসেছে ১৫০ রানের অপরাজিত ইনিংস। তার পথ ধরেই বাংলাদেশ পায় ২২০ রানের অনায়াস জয়। রিয়াদ নিজেও হয়েছেন ম্যাচসেরা।
বিজ্ঞাপন
অবশ্য টেস্টের তৃতীয় দিনেই অবসরের কথাটা জানিয়ে দেন তিনি। এরপর বিসিবি অনেক চেষ্টা করলেও সিদ্ধান্ত পাল্টাতে পারেনি তার। ১৬ মাস পর টেস্টে ফিরে শতক তুলে এই ফরম্যাটকে গুডবাই বললেন। অবশ্য ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে পেয়েছেন নিজের সর্বোচ্চ রানের ইনিংস। তার পথ ধরে উন্নতি হয়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। সবশেষ প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ এখন ৪৪ নম্বরে।
বিজ্ঞাপন
আরেকট টাইগার ক্রিকেটার লিটন দাসেরও উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন হারারে টেস্টে দারুণ বোলিং করা মেহেদী হাসান মিরাজ ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। হারারেতে গেল সপ্তাহে ৯৫ রানের দারুণ ইনিংস খেলে টেস্ট র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে লিটন এখন ৫৫ নম্বরে।
হারারে টেস্টের দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছেন মিরাজ। টেস্ট বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে তিনি এখন ২৪ নম্বরে। তাসকিন দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। র্যাঙ্কিংয়ে ৯৫ থেকে ৮৯ নম্বরে এখন তিনি।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোন পরিবর্তন আসেনি। শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, বিরাট কোহলি আর জো রুট। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচেও নেই পরিবর্তন। এক থেকে পাঁচে যথাক্রমে প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হ্যাজলউড ও নিল ওয়াগনার।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন ৫ নম্বরে। শীর্ষে আগের মতোই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার।
এটি/এনইউ