জিম্বাবুয়ে সফরের মাঝপথে হঠাৎ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। বাবা-মা অসুস্থ হয়ে পড়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলে ঢাকার উদ্দেশে রওয়ানা করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আজ (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি।

১৫ জুলাই বিকেল ৫ টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন মুশফিকের বহনকারী বিমান। জিম্বাবুয়ে সফর শেষ না করেই পারিবারিক কারণে ফিরে আসেন তিনি। জানা গেছে, তার বাবা মাহবুব হামিদ ও মা রহিম খাতুন দুজনেই করোনাভাইরাসের উপসর্গ নিয়ে উন্নততর চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই কঠিন সময়ে বাবা-মার পাশে থাকার জন্য জিম্বাবুয়ে থেকে ঢাকায় চলে এসেছেন মুশফিক। শুরুতে টি-টোয়েন্টি থেকে ছুটি নিলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য মুশফিক চেয়েছিলেন এই ফরম্যাটটিও খেলে আসতে। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই বাবা-মায়ের অসুস্থতার খবর পান তিনি। এজন্য আর দেরি না করে বাকি দুই ফরম্যাট না খেলেই দেশে ফিরে আসলেন।

টিআইএস/এটি