একমাত্র টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এবার মিশন ওয়ানডের। ম্যাচগুলো আবার সুপার লিগের অংশ। হারারেতে চলছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচের লাইভ আপডেট জানাচ্ছে ঢাকা পোস্ট-

সাকিবের পাঁচ উইকেটে বাংলাদেশের বড় জয়

সাকিবের পাঁচ উইকেটে বড় জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

জিম্বাবুয়ে ১২১-৯

পঞ্চাশ পেরোনো চাকাভাকেও ফেরালেন সাকিব

টেলরকে ফিরিয়ে শুরু করেছিলেন সাকিব। এখনো উইকেট তুলে নিচ্ছেন নিয়মিত বিরতিতেই। এবার ফেরালেন ইনিংসের সর্বোচ্চ রান করা রেজিস চাকাভাকেও। ফলে ম্যাচ জিততে এখন বাংলাদেশের চাই আর দুটো উইকেট।

জিম্বাবুয়ে ১১৯-৮

জিততে বাংলাদেশের চাই ৩ উইকেট

আগের ওভারে আফিফের দারুণ এক থ্রো ফিরিয়েছিল লুক জংওয়েকে। পরের ওভারে আবারও সাকিবের আঘাত। তার ফুলার লেন্থে জোরের ওপর করা বলটা সোজা গিয়ে আঘাত হানল মুজারাবানির স্টাম্পে। তৃতীয় উইকেট গেল সাকিবের ঝুলিতে, জিততে বাংলাদেশেরও চাই সমান সংখ্যক উইকেট।

জিম্বাবুয়ে ১০৮-৭

 

সাকিবের ঝুলিতে আরও এক, ফিরলেন বার্ল

আগের ওভারেই টেলরকে ফিরিয়েছিলেন সাকিব। বনে গিয়েছিলেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও। সাকিব সেখানেই ক্ষান্ত হলেন না, এবার ফেরালেন রায়ান বার্লকে। তাতে ২০ ওভার যেতেই অর্ধেক জিম্বাবুয়ে ইনিংস হয়ে গেছে শেষ।

জিম্বাবুয়ে ১০৫-৫

সাকিবের শিকার হয়ে ফিরলেন টেলর

বাংলাদেশের বিপক্ষে বরাবরই বিপদজনক ব্রেন্ডন টেলর। ইঙ্গিত দিচ্ছিলেন এ ম্যাচেও প্রতিরোধ গড়ার। সে সুযোগটা তাকে দেননি সাকিব আল হাসান। তার অফস্টাম্পে রাখা ফুলার লেন্থের বলে স্লগ সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে তাসকিনের হাতে ক্যাচ দেন জিম্বাবুয়ে অধিনায়ক। 

জিম্বাবুয়ে ৭৮-৪ 

শরীফুল ফেরালেন মেয়ার্সকে

পাওয়ার প্লেতে দুই উইকেট নিয়েই সন্তুষ্ট ছিল বাংলাদেশ। তবে এরপরেই এল শরীফুলের আঘাত। তার অফস্টাম্পের একটু বাইরের বলে পুল করতে চেয়েছিলেন ডিওন মেয়ার্স। তবে টাইমিংয়ের হেরফেরে স্কয়ার লেগে মোসাদ্দকে হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

জিম্বাবুয়ে ৪৯-৩

তাসকিনের আঘাতে শুরুতেই চাপে জিম্বাবুয়ে

মারুমানির উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারেই খানিকটা চাপে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। সে চাপটা আরও বাড়ালেন তাসকিন। তার গুড লেন্থের বল সোজা গিয়ে ভাঙে ওয়েসলি মাধেভেরের মিডল স্টাম্প। তাতে বাংলাদেশ দ্বিতীয় উইকেটের দেখা পায় মাত্র চতুর্থ ওভারেই। 

শুরুতেই সাইফউদ্দিনের আঘাত

অভিষেকটা ভালো হলো না তাদিওয়ানাশে মারুমানির। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। তাতে বড় লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হলো না জিম্বাবুয়ের।

জিম্বাবুয়ে ৬-১ 

লড়াকু পুঁজি বাংলাদেশের

৪০ ওভারের পরপরই ফিরেছিলেন লিটন। তাতে শঙ্কা ছিল বড় সংগ্রহ নিয়েই! তবে শেষদিকে মিরাজ আর আফিফের দারুণ ব্যাটিংয়ে শেষ দশ ওভারে ৭৭ রান তুলেছে বাংলাদেশ। তাতে সফরকারীদের পুঁজি গিয়ে ঠেকেছে ২৭৬ রানে।

বাংলাদেশ ২৭৬-৯

রান তোলার তাড়ায় ফিরলেন মিরাজ-আফিফ-তাসকিন

স্লগ ওভারে আছে রানের তাড়া। আগের বলেই ছক্কা মেরেছিলেন মেহেদি হাসান মিরাজ। দ্রুত রান তোলার তাড়ায় লুক জংউইর পরের বলেও ব্যাট চালালেন, আর ধরা পড়লেন এক্সট্রা কভারে। এর পরের বলে ইমপ্রুভাইজড শট খেলতে গিয়ে আফিফও খোয়ালেন নিজের উইকেট। পরের বল ওয়াইড। এর পরে দ্রুত দুটো রান নিতে গিয়ে দ্বিতীয় রানের সময় উইকেট গেল তাসকিনের। এক ওভারের ব্যবধানেই ২৫৭-৬ থেকে ২৬৭-৯ হয়ে গেল বাংলাদেশ।  

বাংলাদেশ ২৬৭-৯

সেঞ্চুরির পরই ফিরলেন লিটন

এনগারাভার শর্ট বলটাকে পুল করে সীমানাছাড়া করতে চেয়েছিলেন লিটন। ব্যাটে বলে তো হলোই না, উল্টো টপএজ হয়ে তা জমা পড়ল ওয়েলিংটন মাসাকাদজার হাতে। সদ্য সেঞ্চুরি করা লিটন ফিরলেন ১০২ রানে, বাংলাদেশ পড়ল বিপদেই।

বাংলাদেশ ২০৭-৬

অবশেষে লিটনের সেঞ্চুরি

দীর্ঘ খরার পর সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস।

আশা দেখিয়ে ফিরলেন রিয়াদ

লিটনের সঙ্গে তার জুটিটা জমে গিয়েছিল। দুজনের কল্যাণে বাংলাদেশ আশা দেখছিল বড় সংগ্রহের। কিন্তু মাহমুদউল্লাহর বিদায়ে তা কঠিনই হয়ে পড়ল। লুক জংউইর শর্ট বলে পুল করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ, টাইমিংয়ের হেরফেরে হলো তা টপ এজ, ক্যাচ গিয়ে জমা পড়ল রেজিস চাকাভার হাতে। ]

বাংলাদেশ ১৬৩-৫

লিটন-রিয়াদের জুটির ফিফটি

৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ওপেনার লিটন দেখছিলেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। তবে পঞ্চম উইকেটে তার সঙ্গে ক্রিজে জমে গেলেন মাহমুদউল্লাহ। জুটিতে যোগ হলো ৫০ রান, এ ম্যাচে বাংলাদেশের প্রথম। জুটিতে নাম ভূমিকায় আছেন একাদশে ফেরা লিটন, সঙ্গ দিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ওপেনার ৮ ম্যাচ পর আবারও পেয়েছেন অর্ধশতকের দেখা। উল্লেখ্য, ৭৮ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি ছোঁয়া লিটন সর্বশেষ ফিফটিটাও পেয়েছিলেন এই জিম্বাবুয়ের বিপক্ষেই!

এবার গেলেন মোসাদ্দেক

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা খুবই বাজে হলো বাংলাদেশের। টপ অর্ডারের পর হাল ধরতে ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও। এবার ফিরে গেছেন মোসাদ্দেক হোসেন, তিনি করেছেন মাত্র পাঁচ রান। এই রান করতে ১৫ বল খেলেছেন এই ব্যাটসম্যান।

বাংলাদেশ স্কোর : ৭৪/৪ 

উইকেট বিলিয়ে ফিরলেন মিঠুনও

বাংলাদেশের স্লথ রানের চাকায় কিছুটা গতি যোগ করেছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু বাজে এক শটে তার সেই 'ভালো শুরুর' দেখল সমাপ্তি। টেন্ডাই ছাতারার আফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এলেন তিনি।

গেলেন সাকিবও

তামিমের উইকেট হারানো আর একের পর এক ডট বল। বাংলাদেশের চাপটা বাড়ছিলই কেবল। কিন্তু সেটা কমানোর জন্য সাকিব আল হাসান দেখালেন পথ। মিস হিট হচ্ছিলো, শটে ছিল স্বাচ্ছন্দ্য। তবে রান যতটুকু আসছিল, সাকিবের ব্যাটেই। সেই তিনিই ফিরে গেলেন সাজঘরে। ৩ চারে ২৫ বলে ১৯ রান করে।

বাংলাদেশ স্কোর : ৩৬/২ (৯ ওভার)

বল ১৩, বাংলাদেশ ০, তামিম আউট

প্রথম ওয়ানডেতে দুঃসহ শুরু করেছে বাংলাদেশ। প্রথম দুই ওভার থেকে রানের খাতা খুলতে পারেননি দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তৃতীয় ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত গেছেন ব্লেসিং মুজারাবানির বলে।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে আগে ব্যাট করবেন তামিম ইকবালরা। চোটের কারণে মুস্তাফিজুর রহমান ও পারিবারিক কারণে দেশে ফিরে আসায় এই ম্যাচে থাকছেন না মুশফিকুর রহিম।

ওয়ানডে সুপার লিগে ছাড় দেবে না কেউ

শক্তিমত্তা বা পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ দল জিম্বাবুয়ের থেকে বেশ এগিয়ে থাকলেও এই সিরিজে ছেড়ে কথা বলতে চাইবে না কেউই। এটি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় সিরিজের ৩০ পয়েন্টে চোখ থাকবে দুই দলের।

সুপার লিগের পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ দল। আগের তিন সিরিজে ৯ ম্যাচে ৫ জয় ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে টাইগাররা।

অন্যদিকে তিন ম্যাচে মাত্র ১ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের প্রতিযোগিতার ১৩ দলের মধ্যে সবার নিচে অবস্থান জিম্বাবুয়ের। এই সিরিজে এগিয়ে যেতে চাইবে তারাও।

এমএইচ