ম্যাচ সেন্টার : সাকিবের পাঁচ, বাংলাদেশ জিতল ১৫৫ রানে
একমাত্র টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এবার মিশন ওয়ানডের। ম্যাচগুলো আবার সুপার লিগের অংশ। হারারেতে চলছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচের লাইভ আপডেট জানাচ্ছে ঢাকা পোস্ট-
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পাওয়ার প্লেতে দুই উইকেট নিয়েই সন্তুষ্ট ছিল বাংলাদেশ। তবে এরপরেই এল শরীফুলের আঘাত। তার অফস্টাম্পের একটু বাইরের বলে পুল করতে চেয়েছিলেন ডিওন মেয়ার্স। তবে টাইমিংয়ের হেরফেরে স্কয়ার লেগে মোসাদ্দকে হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
জিম্বাবুয়ে ৪৯-৩
— ICC (@ICC) July 16, 2021
— ICC (@ICC) July 16, 2021
— ICC (@ICC) July 16, 2021
এমএইচ