করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ। নিজ এলাকা বগুড়া থেকে তড়িঘড়ি করে ঢাকায় আনা হয় তাকে। বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি।

মুশফিকের ছোট ভাই মোসাব্বিকুর রহিম মিশু ঢাকা পোস্টকে বলেন, ‘বাবা গতকাল থেকে কিছুটা ভালো আছে। তবে খুব ভালো নয়। ধীরে ধীরে উন্নতি হবে। এ পর্যন্ত দুই ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে। গতকাল রাতে একটা, আজ (শনিবার) দুপুরে একটা। বাবার জন্য দোয়া করবেন।’

মুশফিকের বাবা বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। গত মঙ্গলবার থেকে হালকা শ্বাসকষ্ট দেখা দেয়। তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল সবসময় ওঠানামা করছিল। এজন্য মঙ্গলবার রাতেই বগুড়া শহরের একটি ডায়াগনষ্টিক সেন্টারে সিটিস্ক্যান করা হয়। এতে দেখা যায় তার ফুসফুসে প্রায় ২৫ শতাংশ সংক্রমণ ঘটেছে। 

এজন্য বুধবার অ্যাম্বুলেন্স যোগে মুশফিকের বাবাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে এন্টিবডি তৈরির সুবিধার্থে দুই ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে।

এই কঠিন সময়ে বাবা-মার পাশে থাকার জন্য জিম্বাবুয়ে থেকে ঢাকায় ফিরে এসেছেন মুশফিক। শুরুতে টি-টোয়েন্টি থেকে ছুটি নিলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য মুশফিক চেয়েছিলেন এই ফরম্যাটটিও খেলে আসতে। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই অসুস্থতার খবর পান তিনি। এজন্য আর দেরি না করে বাকি দুই ফরম্যাট না খেলেই দেশে ফিরে এসেছেন।

টিআইএস/এটি