সাকিবের পর সাফল্য পেলেন মাহমুদউল্লাহ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ (মঙ্গলবার) মেহেদী হাসান মিরাজ ইনজুরির কারণে খেলতে পারছেন না। তার পরিবর্তে স্পিন বিভাগে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদকে। ইনিংসের ১৮তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে উইকেটের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ। ফিরিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে।
নিজের ২০০তম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহর বল টাইমিংয়ে গড়বড় করে তামিমের হাতে সহজ ক্যাচ দেন ৩৯ বলে ২৮ রান করা টেলর। দ্বিতীয় উইকেটে চাকাভাকে নিয়ে ৫৪ বলে ৪২ রানের জুটি গড়েছিলেন। কিন্তু মাহমুদউল্লাহর দারুণ বোলিং ভাঙল তাদের প্রতিরোধ।
বিজ্ঞাপন
এর আগে দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন আরেক স্পিনার সাকিব আল হাসান। ইনিংসের নবম ওভারে সাকিব নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। তার বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ৮ রান করা তাদিওয়ানাশে মারুমানি।
বিজ্ঞাপন