ঈদের দিনও বিশ্রাম নেই মাহমুদউল্লাহদের
জিম্বাবুয়ে সফরের এবারের ঈদটি স্মরণীয় হয়ে থাকবে, জিম্বাবুয়ে থেকে এভাবেই বলছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সদস্য। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে একাধিক সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ দল। এর আগে বিদেশ সফরও করেছে দুবার। নিউজিল্যান্ডে ১৪ দিন আটকা থাকলেও এরপর নিজেদের মতো করে বাইরে বের হওয়ার অনুমতি মিলেছে। শ্রীলঙ্কা সফরে সে সুযোগ না থাকলেও সে দেশে খুব বেশি দিন কাটাতে হয়নি ক্রিকেটারদের। জিম্বাবুয়ে সফরের এক মাস কাটছে বন্দিদশায়।
এই সফরের মাঝেই পড়েছে ঈদুল আযহা। এর আগে এমন অনেক ঈদ কাটিয়েছে দেশের বাইরে, তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন ক্রিকেটারদের কাছে। যা স্মরণীয় হয়ে থাকবে। করোনাভাইরাসের কারণে নিরাপত্তার জন্য বাইরে যাওয়ার সুযোগ নেই। নাহলে হয়তো পাশের কোনও মসজিদে ঈদের নামাজ আদায় করতেন বাংলাদেশ দলের সদস্যরা। বাইরে থেকে কাউকে ভেতরে আনারও সুযোগ নেই। এ জন্য আজ (বুধবার) বাংলাদেশ দলের ঈদের জামায়াতের নেতৃত্ব দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বিজ্ঞাপন
টাইগারদের ঈদ আয়োজন বলতে এটুকুই। এরপর যে আর বিশ্রামেরও সুযোগ নেই। একমাত্র টেস্টের পর শেষ হয়েছে ওয়ানডে সিরিজ। আজই দেশে ফেরার উড়াল ধরবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তামিম ফিরছেন চোটের কারণে। দেশে ফিরে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে তাকে।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজের মিশন শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে। শুক্রবারও রয়েছে আরেকটি ম্যাচ। সিরিজ ও সফরের শেষ ম্যাচটি আগামী রোববার। এই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার খুব বেশি সময় নেই। এজন্য ঈদের দিনও অনুশীলনের সূচি রয়েছে দলের। যদিও গতকাল ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় আজ আর দলগত অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট, রয়েছে ঐচ্ছিক অনুশীলন।
বিজ্ঞাপন
কুড়ি ওভারের ফরম্যাটের সিরিজ শেষ করে দেশে ফেরার পরপরই আবার নতুন চ্যালেঞ্জ নামতে হবে বাংলাদেশ দলকে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া দলের।
টিআইএস/এটি