হোল্ডার-পোলার্ডের বাংলাদেশে না আসা প্রসঙ্গে যা বললেন কোচ
ফাইল ছবি
করোনার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট। অন্যান্য সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতিতে একটু বেশিই সাবধানী আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা দলগুলো। কোভিড-১৯ এর আতঙ্ক মাথায় নিয়ে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে সেই দলের সঙ্গে সফরে আসেননি দলটির প্রথম সারির একাধিক ক্রিকেটার। তাদের এমন সিদ্ধান্তে কৌশলী জবাব উইন্ডিজের হেড কোচ ফিল সিমন্সের।
কোভিড-১৯ এর জেরে গত মার্চে বন্ধ হয়ে যায় সবধরনের ক্রিকেট। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটে উইন্ডিজের হাত ধরে। গত জুলাইয়ে টেস্ট সিরিজ খেলতে করোনা আতঙ্ক মাথায় নিয়ে ইংল্যান্ড সফর করে তারা। সেই দলের নেতৃত্ব দেন জেসন হোল্ডার। এরপর উইন্ডিজ দলের একাধিক ক্রিকেটার বিশ্বজুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেন।
বিজ্ঞাপন
সবশেষ নিউজিল্যান্ড সফর করে ক্যারিবীয়রা। তবে করোনা ইস্যুতে বাংলাদেশ সফরে আসেননি জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ারের মতো খেলোয়াড়রা।এছাড়া ব্যক্তিগত কারণে নাম সরিয়ে নিয়েছেন উইকেটকিপার শেন ডাওরিচ ও ফ্যাবিয়ান অ্যালেন।
মঙ্গলবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হন উইন্ডিজের হেড কোচ সিমন্স। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ সফরে না আসা খেলোয়াড়দের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা?
বিজ্ঞাপন
এমন প্রশ্নের উত্তরে কৌশলী জবাব সিমন্সের, ‘আমি বলতে পারবো না যে এটি তাদের ভুল সিদ্ধান্ত ছিল। সবারই ব্যক্তিগত চিন্তা-ভাবনা থাকে। তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার নিজের বাদে অন্য কারও ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি না।’
সিমন্স আরও জানান, ‘আমার মনে হয় আমাদের সব খেলোয়াড়কেই প্রথম সিরিজ থেকেই সুযোগ (সফরের সিদ্ধান্ত) দেওয়া হয়েছিল। কেউ কেউ প্রথম সিরিজে যায়নি, কেউ কেউ দ্বিতীয় সিরিজে এবং কেউ কেউ এই সিরিজে। আমার মনে হয় প্রত্যেকের এই সিদ্ধান্তের জন্য ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। আমি কাউকে একটি সফরে না যাওয়ার জন্য বিচার করতে পারবো না।’
গত ১০ জানুয়ারি বাংলাদেশে পা রেখেছে উইন্ডিজ শিবির। কয়েকদিন অনুশীলের পর আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে এক দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ২০ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ।
টিআইএস/এমএইচ