আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এতে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দলও। সেরা ১২ দলের একটি হতে টাইগারদের খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড। যেটি হওয়ার কথা রয়েছে ওমানে। 

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্পও করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নিয়ে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও শুরু করেছে তারা। এমনটিই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। 

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। দেখছি সেখানে আগেই যাওয়া যায় নাকি। বিশ্বকাপকে সামনে রেখে এক সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্প করার চেষ্টা করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে আমরা ইতিবাচক কিছুর অপেক্ষায় আছি।’

শ্রীলঙ্কা, আয়ার‌ল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে বাংলাদেশ। প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পরের পর্বে লড়বে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের সঙ্গে। 

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। আগামী মাসের শুরুতেই নিউজিল্যান্ডকেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথেয়তা দেবে বাংলাদেশ। 

এমএইচ/এটি