ফের ব্যর্থ সৌম্য, ধীরগতির ইনিংসের পর ফিরলেন সাকিব
উইকেটের চরিত্র বেশ ভালোভাবেই ধরতে পেরেছে সফরকারী অস্ট্রেলিয়া। স্পিন বিষে নীল হয়েই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুর ৩ ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে অজিদের। স্বাগতিক স্পিনারদের সঙ্গে টক্কর দিতে দলের মূল অস্ত্র মিচেল স্টার্ক ছাড়াই মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। নেই আগের ম্যাচে হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস। টস হেরে আগে ফিল্ডিং করতে নামা অজিরা তাদের ইনিংস শুরু করে স্পিন দিয়েই।
সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই, এ ম্যাচে বাংলাদেশ দলের সামনে সুযোগ ছিল স্কোয়াডের বাকি ক্রিকেটারদের পরীক্ষা করার। তবে সে পথে হাঁটেনি টাইগার টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামে স্বাগতিক শিবির। তবে সিরিজের প্রথম তিন ম্যাচের মতো এ ম্যাচেও সুবিধা করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি।
বিজ্ঞাপন
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও সৌম্য সরকার আর নাঈম শেখের উপরেই আস্থা রাখে বাংলাদেশ। আগের তিন ম্যাচে ২, ০, ২ রান করে আউট হলেও চতুর্থ ম্যাচে সুযোগ পান সৌম্য। এ ম্যাচেও ব্যর্থ তিনি। আউট হন ১০ বলে ৮ রান করে। ইনিংসের চতুর্থ ওভারে অজি পেসার জশ হেইজেলউডকে উড়িয়ে মারতে গিয়ে বৃত্তের মধ্যে অ্যালেক্স কেরির হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন সৌম্য।
সৌম্যর ব্যর্থতার দিনে পরীক্ষা দিতে হচ্ছে নাঈমকেও। তার ব্যাটেও রান আসছে না দীর্ঘদিন। উইকেটে মানিয়ে নেওয়ার প্রাথমিক চ্যালেঞ্জে অবশ্য উতরে গেছেন নাঈম। বলের মান বিবেচনা করে ব্যাট করছেন বটে, তবে সুযোগ নিচ্ছেন না একেবারেই। তার ধীরগতির ব্যাটিং দলের চাপ বাড়ছে আরও।
বিজ্ঞাপন
আগে তিন ম্যাচে দলের চাহিদা মতো রানের চাকা সচল রাখলেও এ ম্যাচে সুবিধা করতে পারেননি সাকিব। ২৬ বল খেলে মাত্র ১৫ রান করে হেইজেলউডের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।
এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৪৮ রান। নাঈম ২৪ বলে ২১ রানে ব্যাট করছেন।
টিআইএস/এটি