টানা তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে চলেছে কথার লড়াইও। শরিফুল ইসলামের বল মিচেল মার্শের পায়ে লাগে। তাতেই রেগে গিয়ে শরিফুলকে বেশ কিছু কথা বলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। 

এগিয়ে এসে তার জবাব দেন টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান। পরে আবার ফিফটি করা মার্শের উইকেট পান শরিফুলই। উদযাপনেও মার্শকে জবাব দেওয়ার চেষ্টা ছিল তার মধ্যে। ওই উদযাপনের জন্য তাকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। 

আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.৫ ধারা ভাঙার জন্য তাকে তিরস্কার করেছে আইসিসি। শরিফুল ইসলাম তার অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় শুনানি হয়নি। 

মাঠে থাকা দুই আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহিদ সৈকত ও গাজি সোহেল, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ শরিফুলের বিরুদ্ধে অভিযোগ আনেন। ওই অভিযোগের ভিত্তিতে শরিফুলকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

এমএইচ