মুস্তাফিজের অনবদ্য বোলিংয়ে অস্ট্রেলিয়া চাপে
১০৫ রানের লক্ষ্য। টি-টোয়েন্টিতে একেবারেই মামুলি। তার ওপর সাকিব আল হাসানের এক ওভারে ৫টি ছক্কা হাঁকিয়ে ৩০ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। তবুও বাংলাদেশি বোলারদের বোলিং তোপে একেবারেই সুবিধা করতে পারছে না অস্ট্রেলিয়া। ৬ উইকেট হারিয়ে বিপাকে অজিরা।
বাংলাদেশের হয়ে বল হাতে ছড়ি ঘোরাচ্ছেন মুস্তাফিজুর রহমান। মাত্র ২ ওভার বল করে ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগের ৩ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। এ ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১০৪ রানের পুঁজি পায় স্বাগতিকরা। লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ম্যাকডরমটের উইকেট হারিয়ে বসে সফরকারীরারা।
এরপরই উইকেটে এসে টাইগার বোলারদের উপর চড়াও হন ক্রিশ্চিয়ান। সাকিবের এক ওভারে ৫টি ছক্কা হাঁকান তিনি। পরে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। খেলেন ১৫ বলে ৩৯ রানের ইনিংস। ক্রিশ্চিয়ানকে আউট করার ওভারে কোনও রান দেননি মুস্তাফিজ। বিষ্ময় আরও জমিয়ে রাখেন তিনি। পরে অনবদ্য এক কাটারে ফেরান অ্যালেক্স ক্যারিকে।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখার সময় ১২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ ৬৯ রান। জয়ের জন্য ৪৮ বলে অজিদের প্রয়োজন এখনো ৩৬ রান। হাতে ৪ উইকেট।
টিআইএস