হাসান মাহমুদ/ফাইল ছবি

সম্ভাবনার প্রদীপ জ্বেলে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক। তবে প্রায় দেড় বছরের ক্যারিয়ার ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টিতেই থমকে আছে পেসার হাসান মাহমুদের। দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়ছেন তিনি। বর্তমানে রিহ্যাব প্রক্রিয়া চলছে হাসান মাহমুদের। তবে ঠিক কবে তিনি মাঠে ফিরতে পারবেন, সে নিশ্চয়তা নেই।

হাসান মাহমুদ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ‘হাসান মাহমুদের রিহ্যাব প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের জাতীয় দলের ফিজিও যিনি আছেন, তার তত্ত্বাবধায়নে রিহ্যাব চলছে। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। সেটা আবার শুরু হয়েছে।’

২০২০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে নেমে বাজিমাত করেন এই ডানহাতি পেসার। ঢাকা প্লাটুনের জার্সিতে নিজের জাত চিনিয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নিলেও গতিময় বোলিংয়ের সঙ্গে নিখুঁত লাইন-লেন্থে আলো কাড়েন তিনি। এরপর ডাক পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। অমিত সম্ভাবনা নিয়ে হাজির হলেও চোটের কারণে সুবিধা করতে পারছেন না।

বাংলাদেশের হয়ে টেস্ট ক্যাপ মাথায় না তুললেও বাকি দুই ফরম্যাটে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় তাকে রাখার কথা জানিয়েছেন নির্বাচকরা। সেই সম্ভাবনা এখন একেবারেই ক্ষীণ। 

নিউজিল্যান্ড সফর থেকে চোট নিয়ে ফিরে সুযোগ পাননি শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে। এরপর শ্রীলঙ্কা দল বাংলাদেশে এলো, সেখানেও ছিলেন না হাসান মাহমুদ। খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। যেতে পারেননি জিম্বাবুয়ে সফরেও। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও দর্শক হয়ে ছিলেন ২১ বছর বয়সী এই পেসার। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও যে তিনি জায়গা পাচ্ছেন না সেটি নিশ্চিত।

বর্তমানে ফ্যাসিট জয়েন্ট ইনজুরিতে ভুগছেন হাসান মাহমুদ। তার চোট সারাতে সফট টিস্যু ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় এগিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। করোনাভাইরাস আর অস্ট্রেলিয়া সিরিজ চলায় দীর্ঘদিন বন্ধ ছিল হাসান মাহমুদের রিহ্যাব প্রক্রিয়া। মিরপুরে আবার গত ১১ আগস্ট থেকে শুরু হয়েছে রিহ্যাব, চলবে ১০ দিন। 

এই ১০ দিনের রিহ্যাব শেষে কি সেরে উঠবেন হাসান মাহমুদ, ম্যাচ খেলার জন্য ছাড়পত্র পাবেন কবে? জবাবে দেবাশিষ বললেন, ‘এটা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে পারব না। বলার জন্য খুব জলদি হয়ে যায়। কারণ, ও তো এখনো শতভাগ দিয়ে বোলিং শুরু করেনি। যখন পুরোদমে বোলিং শুরু করবে, তখন ম্যাচ ফিটনেসের কথা চিন্তা করা যাবে।’

টিআইএস