ইংলিশ ইনিংসের শুরুটা ভালো হতে হতেও হয়নি মোহাম্মদ সিরাজের জোড়া ধাক্কায়। তবে শেষমেশ সেটা ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারেনি। রোরি বার্নস আর জো রুটের ব্যাটে দারুণ এক প্রতিরোধই গড়ে তুলেছে স্বাগতিকরা। 

টেন্টব্রিজ টেস্টে দুইবারই ডম সিবলি আউট হয়েছিলেন শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে। প্যাডে করা বলে খেলার চেষ্টাই করেননি নিচু কোনো শট, ফলে লিডিং এজ হয়ে বল দুবারই হাতে গেছে শর্ট মিড উইকেটের ফিল্ডারের কাছে। তবে লর্ডসে সেই স্মৃতি ভোলার ইঙ্গিতই যেন দিচ্ছিলেন তিনি। শুরুর ১৪ ওভারে তেমন বিঘ্ন ছাড়াই পার করে দিয়েছিলেন সঙ্গী রোরি বার্নসকে সঙ্গে নিয়ে। কিন্তু পঞ্চদশ ওভারেই যেন মনোযোগটা একটু নড়ে গেল, মোহাম্মদ সিরাজ বলটা করলেন একেবারে আগের দুই ডিসমিসাল ডেলিভারির মতো করে, সিবলি আউট হলেন সেই পুরোনো ঢঙেই। 

এর পর হাসিব হামিদ ফিরেছেন কিছু বুঝে ওঠার আগেই। বলের সিম পজিশন দেখে মনে হচ্ছিল বলটা ঢুকবে আরেকটু ভেতরে, সেই ভেবেই হাসিব ব্যাটটা শরীরের কাছে রেখে ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু বলটা আর ভেতরে ঢোকেনি, গিয়ে সোজা আঘাত হানে তার অফ আর মিডল স্টাম্পে। ২৩ রানে দুই উইকেট হারিয়ে বিপদের গন্ধই তখন পাচ্ছিল ইংলিশরা।

তবে স্বাগতিকদেরকে এই বিপদে পড়তে দেয়নি রুট আর সিবলির জুটি। দুজনে মিলে এরপর দলের হয়ে গড়েছেন দারুণ প্রতিরোধ। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ইনিংসে যোগ করেছেন আরও ৭৩ রান। তাতে শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের আভাসই পাচ্ছে স্বাগতিকরা। এর আগে ভারত তিন উইকেটে ২৭৮ রান নিয়ে দিন শুরু করেও অ্যান্ডারসন আর অলিভার রবিনসনের তোপে ৩৬৪ রানের বেশি করতে ব্যর্থ হয়। 

এনইউ