বাবা ক্রিকেট ঈশ্বর। ভাই অর্জুন ইতোমধ্যেই প্রতিশ্রুতিমান ক্রিকেটারের তকমা পেয়েছেন। আর তিনি, সারা টেন্ডুলকার ধীরে ধীরে এগোচ্ছেন নিজের মতো করে। দেখুন তার নজর কাড়া কিছু ছবি-
শৈশব থেকেই তিনি সেলিব্রিটি। বিখ্যাত বাবার কন্যা বলে কথা!সারা টেন্ডুলকার মানেই গ্ল্যামার আর বুদ্ধির ককটেল। সারার জন্ম ১৯৯৭-র ১২ অক্টোবর।সচিন কন্যা সারার ‘রূপে’ মুগ্ধ হয়ে ‘পাগল’ হয়ে যান বাঙালি যুবকরা।বরাবরই তিনি সংবাদের শিরোনামে থাকেন।সারা টেন্ডুলকার সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। মাঝে মধ্যেই তিনি ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায় তার প্রতিটি পোস্টেই।ইনস্টাগ্রামে তার ১.৩ মিলিয়ান ফলোয়ার্স রয়েছে। ২৪ বছরের সারাকে প্রায় প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় বিচার করা হয় তার কার্যকলাপের জন্য।অনেকেই বলে থাকেন, সৌন্দর্যে বলিউডের নায়িকাদেরও টেক্কা দিতে পারেন সচিন কন্যা।সারা মুম্বাইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন লন্ডনে।‘ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন’ থেকে সারা মেডিসিন বিষয়ে স্নাতক পাস করেছেন।