এই দিনটিকে ভুলে যাওয়া সম্ভব নয়: পাপন
আজ (রোববার) ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বাঙালি হারায় তাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিল। এ দিনের কর্মসূচি শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দিনটিকে ভুলে যাওয়া সম্ভব নয়।
১৫ আগস্টের শোক কর্মসূচি শেষে মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন, ‘যারা এই দেশকে ভালোবাসে, বিশ্বাস করে, মানে তাদের কারো পক্ষে এই দিনটিকে ভুলে যাওয়া সম্ভব নয়। ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছিল এই দিনে। বঙ্গবন্ধুর পরিবারের মহিলা ও বাচ্চাদেরকেও তারা ছাড়েনি। এটি অকল্পনীয়।’
বিজ্ঞাপন
স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন একাডেমি মাঠের পাশে শোক দিবস উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে বিসিবি। যেখানে কয়েকটি মাদ্রাসার ছাত্রদের আমন্ত্রণ জানিয়ে কোরআন পাঠ করা হয়। এরপর খাবার বিতরণ করে ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে সভাপতি পাপন ছাড়াও উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক জালাল ইউনুস, শফিউল আলম চৌধুরী নাদেল, কাজী এনাম আহমেদ, আকরাম খানসহ আরও অনেকেই।
কর্মসূচি শেষে পাপন বলেন, ‘আগষ্ট মাসটা শোকের মাস। আমরা ওভাবেই এটি পালন করে আসছি সব সময়। তারপরও জীবন তো থেমে থাকে না। জীবন চালিয়ে নিতে হয়, এই জিনিসগুলোতে আমরা কখনো ভুলি না। আগষ্টেও খেলা হচ্ছে, সেটাতো আমরা কখনো চিন্তা করিনি। এই যে খেলা হচ্ছে, বাংলাদেশ জিতলে আমরা খুশি হচ্ছি। কিন্তু যত কিছুই করি, আগষ্ট মাসের শোকগাথা আমরা কিছুতেই ভুলতে পারি না।’
বিজ্ঞাপন
১৫ তারিখের কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, একে একে হত্যা করেছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। পৃথিবীর এ ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।
টিআইএস/এটি