পান্টকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব গাভাস্কারের
লর্ডস টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন (শুক্র ও শনিবার) আম্পায়ারদের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়েছে দুই দলই। কখনো চ্যালেঞ্জ জিতেছেন আম্পায়াররা, কখনো ইংল্যান্ড, কখনো ভারত। তবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) কয়েকবার ভারতের বিপক্ষে যায়। এতেই চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। এমনকি অধিনায়ক বিরাট কোহলির পরিবর্তে উইকেটরক্ষক রিশাভ পান্টকে ডিআরএসের সিদ্ধান্ত নিতে বলছেন তিনি।
লর্ডস টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সনি স্পোর্টসে গাভাস্কার বলেন, ‘একমাত্র উইকেটরক্ষকেই ডিআরএস নেওয়ার দায়িত্ব দেওয়া হোক। কারণ প্রত্যেক বোলারই ভাবে ব্যাটসম্যান নিশ্চিত আউট! একই ভাবে ব্যাটসম্যানকে লেগ বিফোর (এলবিডাব্লিউ) দেওয়া হলে ব্যাটসম্যান ভাবতে পারে সে হয়ত আউট নয়। ভারতের প্ৰথম আবেদনটা বেশ কাছাকাছি ছিল। তবে দ্বিতীয় ক্ষেত্রে পান্ট কিন্তু কোহলিকে বারবার রিভিউ না নেওয়ার আর্জি জানিয়েছে। তা সত্ত্বেও কোহলি রিভিউ নিল।’
বিজ্ঞাপন
পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। দ্বিতীয় ম্যাচে লড়ছে ইংল্যান্ড-ভারত। এই ম্যাচের দ্বিতীয় দিন (শুক্রবার) ইংল্যান্ডের ইনিংসের ২১তম ওভারে মোহাম্মদ সিরাজের বল জো রুটের প্যাডে আঘাত করে। আম্পায়ার ভারতীয় দলের আবেদন নাকচ করে দেন। সিরাজ কোহলিকে রিভিউ নেওয়ার জন্য বলেন। সিরাজের কথায় কোহলি রিভিউ নিলে দেখা যায় অফ স্টাম্পের বেশ বাইরে বল পিচ করেছে। প্ৰথম রিভিউ এভাবেই নষ্ট হয়।
একই ঘটনার পুনরাবৃত্তি সিরাজের পরের ওভারে। এবারেও আম্পায়ার ভারতের আবেদনে সাড়া দেননি। তবে সিরাজ এবার আর কোহলিকে রিভিউ নিতে সেভাবে জোর করেননি। কোহলি রিভিউ নিতে চাইলে পান্ট রিভিউ না নিতে বলেন। লম্বা আলোচনা হয় মাঠের মধ্যেই। তবে পান্টের পরামর্শ না শুনে কোহলি রিভিউয়ের পথে হাঁটেন। তাতে স্পষ্ট দেখা যায়, আউট নয়। পান্ট কার্যত অবাক হয়ে যান বারবার জানানো সত্ত্বেও কোহলি রিভিউ নেওয়ায়। এতেই চটেছেন গাভাস্কার।
বিজ্ঞাপন
টিআইএস