টুইটারেই এসেছিল ঘোষণাটা। তালেবানদের হাতে ক্ষমতার পালাবদলে এমনিতে টালমাটাল দেশটি। এর মধ্যে আফগানিস্তানে ক্রিকেট বোর্ড জানায় শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার আভিস্কা গুণবর্ধনেকে নতুন ব্যাটিং কোচ করেছে তারা। যদিও কিছুক্ষণ পরই মুছে ফেলে টুইটটি।

তবে টুইট মুছে দিলেও আভিস্কাই হচ্ছেন দেশটির নতুন ব্যাটিং কোচ। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারি। 

হেল্টন ডেয়েনকে সরিয়ে ব্যাটিং কোচ হিসেবে আভিস্কাকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। আগামী ১ থেকে পাঁচ আগস্ট শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। আপাতত এই সিরিজের জন্যই নেওয়া হয়েছে আভিস্কাকে। পরে তার সঙ্গে চুক্তি নবায়নেরও ইচ্ছে আছে তাদের।  

শ্রীলঙ্কার হয়ে ৬টি টেস্ট খেলে ১৮১ ও ৬১টি ওয়ানডে খেলে এক সেঞ্চুরিসহ ১৭০৮ রান করেছেন আভিস্কা। এর আগে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। দেশটির ‘এ’ দলের দায়িত্বও পালন করেছেন এই লঙ্কান ক্রিকেটার। 

এমএইচ