আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের বাকি অংশ। বিশ্বকাপ সামনে রেখে অনেক ক্রিকেটার এই অংশ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দুই অস্ট্রেলিয়ান ও একজন নিউজিল্যান্ডের ক্রিকেটার নাম প্রত্যাহার করে নেওয়ায় তার পরিবর্তে তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। আরসিবি দলে নিয়েছে সিঙ্গাপুরের এক ক্রিকেটারকে। সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরাও।

চলতি বছর আইপিএল শুরু হয়েছিল গত এপ্রিল মাসে। খেলা মাঠে গড়ালেও করোনাভাইরাসের আক্রমণে টুর্নামেন্ট স্থগিত করে দিতে ব্যধ্য হয় আয়োজক সংস্থা। স্থগিত থাকা টুর্নামেন্টের সেই বাকি অংশ শুরু হবে আগামী মাসে, সংযুক্ত আরব আমিরাতে। তবে এই অংশে খেলবেন না ব্যাঙ্গালোরের তিন ক্রিকেটার অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল স্যামস ও ব্যাটসম্যান ফিন অ্যালেন। তাদের পরিবর্তে এই তিনজন ক্রিকেটারকে দলে নিয়েছে ব্যাঙ্গালোর।

সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হাসারাঙ্গা ৪ ওভারে ৯ রান খরচ করে একাই তুলে নেন ৪ উইকেট। যেটি তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সবে মিলিয়ে তিন ম্যাচ সিরিজে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনি। তারই পুরস্কার পেয়েছেন লঙ্কান লেগ স্পিনার। জাম্পার পরিবর্তে তাকে দলে নিয়েছে ব্যাঙ্গালোর। হাসারাঙ্গার সঙ্গে ভাগ্য খুলেছে তারই স্বদেশী চামিরার। হাসারাঙ্গার মতোই প্রথমবার আইপিএলে ডাক পেলেন এই পেসার।

হাসারাঙ্গার-চামিরার সঙ্গে কোহলির দলের হয়ে খেলবেন সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড। যদিও ডেভিড অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত। তার বাবার জন্ম অস্ট্রেলিয়ায়, তবে সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার জন্য তিনি অস্ট্রেলিয়া ছাড়েন। ডেভিডের জন্ম সিঙ্গাপুরেই। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে এই অলরাউন্ডারের। খেলেছেন বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ ও কাউন্টি ক্রিকেটে।

টিআইএস/এটি