ক্রিকেটের থেকে সুরক্ষা বলয় নিয়েই বেশি ভাবছেন আকবররা
করোনাভাইরাসের মধ্যে অনুশীলন। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলকে ক্রিকেটের থেকে বেশি ভাবতে হচ্ছে জৈব সুরক্ষা বলয় নিয়ে। প্রায় দুই মাসের ক্যাম্প শুরুর আগে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে এইচপি ইউনিটে। ক্যাম্পে অংশ নিতে চট্টগ্রামে যাওয়ার আগে আকবর আলী, তৌহিদ হৃদয়রা শুনিয়ে গেলেন জৈব সুরক্ষা বলয় নিয়ে কতটা চিন্তিত তারা।
এক ভিডিও বার্তায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর বলেন, ‘আমাদের এই ক্যাম্পের মূল উদ্দেশ্যই থাকবে, জৈব সুরক্ষা বলয় মেনে চলতে হবে এবং খুব সতর্কতার সাথে আমাদের ক্যাম্পে থাকতে হবে। মেডিক্যাল বিভাগ ও আমাদের (এইচপি) বিভাগের চেয়ারম্যান গতকাল (শুক্রবার) আমাদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তো সেগুলো আমরা চেষ্টা করব মেনে চলার।’
বিজ্ঞাপন
এইচপি ইউনিটের আরেক সদস্য তৌহিদ হৃদয় জানালেন, ‘আসলে করোনা মহামারীর মধ্যে এই ক্যাম্পটা করা অনেক কঠিন ছিল। অনেক কিছু পার করে আমরা ক্যাম্প করতে যাচ্ছি। আমাদের (এইচপি বিভাগ) চেয়ারম্যান দূর্জয় স্যার বলেছেন জৈব সুরক্ষা বলয়ের ব্যাপারটা। আমরা অনেক সিরিয়াস কারণ জৈব সুরক্ষা বলয় মেনটেইন করা কঠিন একটা ব্যাপার। আমাদের সবার চেষ্টা থাকবে কীভাবে জৈব সুরক্ষা বলয় মেইনটেইন করতে পারি, যাতে করে কোন দূর্ঘটনা না ঘটে।’
আকবর-হৃদয়দের এমন ভাবনার কারণও আছে। এবার এইচপি ক্যাম্প শুরু হচ্ছে বেশ আয়োজন করে। নতুন ইউনিটে সুযোগ পেয়েছেন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়রা। যারা জাতীয় দলের ভাবনায় বেশ ভালোভাবে আছেন। গত ১৯ আগস্ট শুরু হওয়ার কথা ছিল এবারের এইচপি ক্যাম্প। তবে তার আগে করোনাভাইরাস পরীক্ষায় স্কোয়াডের বেশ কয়েকজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এজন্য ২২ আগস্ট শুরু করতে হচ্ছে ক্যাম্প। সে উদ্দেশে আজ (শনিবার) চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করেছে এইচপি দল।
বিজ্ঞাপন
ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনার প্রসঙ্গে আকবর বললেন, ‘সবারই তো মূল উদ্দেশ্য থাকে জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলার জন্য যে সমস্যাগুলো রয়েছে, আমাদের সে সমস্যাগুলো আমরা এই ক্যাম্পের মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা করব। কিছুটা হলেও আমরা যেন এই ক্যাম্প থেকে উন্নতি করতে পারি সেটাই মূল লক্ষ্য থাকবে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য হৃদয় জানালেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে এইচপি ক্যাম্প থেকে কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের টেকনিক্যাল সাইডগুলো ভালো করবো, উন্নতি করবো। যাতে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা সারভাইভ করতে পারি।’
২২ সদস্যের এইচপি দল চট্টগ্রামে ৭ সপ্তাহের ক্যাম্প করবে। যেখানে 'এ' দলের সঙ্গে তিনটি একদিনের ও টি চারদিনের ম্যাচের সূচি রয়েছে এইচপি ইউনিটের।
টিআইএস