সাকিব-তামিমদের প্রতি সিরিজেই থাকবেন ‘বঙ্গবন্ধু’
ছবি- সংগৃহীত
জাতির জনক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে মুজিববর্ষ ঘোষণা করে সরকার। এই উপলক্ষে দেশব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। ক্রিকেটেও এই উপলক্ষে বেশকিছু আয়োজন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
তবে করোনামহামারিতে ভেস্তে যায় সবকিছু। পুরো বিশ্বের মতো থমকে যায় বাংলাদেশের ক্রিকেটও। এরপর বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট দিয়ে দেশের মাটিতে ফিরে আসে ক্রিকেট। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে টাইগাররা।
বিজ্ঞাপন
এই সিরিজের নামও রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। কেবল এই সিরিজই নয়, চলতি বছরের সব টুর্নামেন্ট ও সিরিজই বঙ্গবন্ধুকে উৎসর্গ করবে বিসিবি। শনিবার বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডিস্থ বিজিবি ব্যাংকোয়েট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবি। সেখানে একথা জানান, বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘এই সময়ে যতগুলো খেলাই আসুক আমরা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করবো। এখন ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হচ্ছে, তার নামেই আমরা এটার নামকরণ করে রেখেছি। এমনকি ঘরোয়া খেলাগুলোও আমাদের যেটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট গেছে, ওটাও বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেছি। যতটুকু আমরা পারি, চেষ্টা করবো তাকে স্মরণ করার।’
বিজ্ঞাপন
বাংলাদেশ বনাম ওয়স্ট ইন্ডিজ সিরিজে স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন গ্রুপ। এছাড়াও লভেলা থাকছে সহকারি স্পন্সর হিসেবে। আগামী ২০ জানুয়ারি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মাধ্যমে এই সিরিজ মাঠে গড়াবে।
এমএইচ