গ্যাবায় বৃষ্টির হানা/ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩৬৯ (লাবুশেন ১০৮, পেইন ৫০, গ্রিন ৪৭; নটরাজন ৮৭-৩, শার্দুল ৯৪-৩, সুন্দর ৮৯-৩)
ভারত ৬২-২ (রোহিত ৪৪; কামিন্স ২২-১, লায়ন ১০-১)

প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ইঙ্গিত দিয়ে রেখেছিল বড় স্কোরের। তবে ভারতীয় বোলারদের প্রতিরোধের মুখে সেটা সম্ভব হয়নি, শেষ হয়েছে ৩৬৯ রানে। এরপর ভারতের ইনিংসের কিছুদূর যেতেই ব্রিসবেনে রাজত্ব চলেছে বৃষ্টির। ফলে টেস্টের দ্বিতীয় দিন শেষেও পরিষ্কার ফেভারিট নয় অস্ট্রেলিয়া-ভারতের কেউই।

দিনের শুরুতে অবশ্য অস্ট্রেলিয়া ছিল বড় স্কোরের পথেই। ২১৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর আগের দিন অবিচ্ছিন্ন থাকা পেইন-গ্রিন জুটি আশা দেখাচ্ছিল স্বাগতিকদের। তবে ৩১১ রানে মাত্রই অর্ধশতক ছোঁয়া টিম পেইনকে ফেরান শার্দুল ঠাকুর। অজি ইনিংসে ‘মড়কের’ শুরুও সেখানে। দলীয় সংগ্রহে আরও দুই রান যোগ করে ফেরেন গ্রিন, এক ওভার পর তার পথ ধরেন প্যাট কামিন্স।

এরপর নাথান লায়ন ও মিচেল স্টার্কের দুটো ক্যামিওতে দলীয় ৩৫০ রান ছোঁয় অস্ট্রেলিয়া। তবে লায়ন বিদায় নেন এরপরই। স্টার্ক অবশ্য অপরাজিত ২০ রান করে দলীয় সংগ্রহটাকে নিয়ে গেছেন ৩৬৯ পর্যন্ত। ১১ রান করে জশ হেইজেলউড তাকে দিয়েছেন যোগ্য সঙ্গ। নটরাজনের তৃতীয় শিকার বনেন হেইজেলউইড। তিনি ছাড়াও তিনটি করে উইকেট নেন শার্দুল ও ওয়াশিংটন সুন্দর।

ভারতীয় ইনিংসের শুরুটা বেশ সাবধানীই ছিল। রোহিত আর শুভমান গিল ইনিংসের শুরুর দিকে ‘ট্রু বাউন্স’ ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের জবাব দিচ্ছিলেন ভালোভাবেই। 

অজিরা প্রথম সফলতা পায় ইনিংসের সপ্তম ওভারে। কামিন্সের বল স্মিথের তালুবন্দি হওয়ার আগে ছুঁয়ে যায় শুভমানের ব্যাটের কোনা। এরপর রোহিত পা দেন লায়নের পাতা ফাঁদে। নয়জনকে বৃত্তের ভেতরে রেখে তাকে প্রলুব্ধ করে ঝুলিয়ে বল ফেলেছিলেন লায়ন। তাতে উইকেট ছেড়ে বেরিয়ে এসে লং অনে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন ভারতীয় এই ওপেনার। 

এর কিছু পরই বৃষ্টি হানা দেয় ব্রিসবেনে। তাতে চা বিরতির সময় এগিয়ে আনা হয়, পরে তো দিনটাকেই শেষ করে দিতে হয় ৫৪ ওভারের খেলা শেষে। ফলে দ্বিতীয় দিনের শেষেও ব্রিসবেন টেস্ট রইলো প্রায় সাম্যাবস্থায়, সব উত্তেজনা তোলা রইল শেষ তিন দিনের জন্যে!

এনইউ