পঞ্চাশ পার হতে হারাতে হলো লিটন-মুশফিককে
বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে আক্ষেপ দীর্ঘদিনের। টি-টোয়েন্টি ফরম্যাটে সেই দীর্ঘশ্বাস বড় হচ্ছে দিনকে দিন। এর মধ্যে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি। এরপর শঙ্কা আরও গাঢ় হয়, টাইগারদের উদ্বোধনী জুটিতে পথ দেখাবেন কে!
কুড়ি ওভারের ফরম্যাটে শেষবার ওপেনিং জুটিতে পঞ্চাশ ছুঁয়েছে সেই ৮ ম্যাচ আগে। আজ (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। দলীয় স্কোর পঞ্চাশ পার করে লিটন আউট হন ২৯ বলে ৩৩ রান করে।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল নিজেদের ওপেনিং পার্টনারশিপে পঞ্চাশ রান পার করতে পেরেছে জিম্বাবুয়ে সফরের প্রথম টি-টোয়েন্টিতে। এরপর মাঝে চলে গেছে ৭ ম্যাচ। এমনকি পাওয়ার প্লের ৬ ওভারও কাটিয়ে আসতে পারেনি কোনও ওপেনিং জুটি। অবশেষে সে আক্ষেপে কিছুটা প্রলেপ পড়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন দাস আর নাঈম শেখের জুটি থেকে আসে ৫৯ রান।
এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৬০ রান। যেখানে লিটন ৩৩ রানে আউট হওয়ার পর রানিচ রাবীন্দ্রর দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মুশফিক। এদিন রানের খাতায় খুলতে পয়ারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। নাঈম অবশ্য ২৫ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হসান।
বিজ্ঞাপন
টিআইএস