তবুও মুস্তাফিজে আস্থা হারাননি রিয়াদ
১৪২ রানের লক্ষ্য টপকাতে শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। নিজের কোটার শেষ ওভার করতে আসেন মুস্তাফিজুর রহমান। শেষ ২ বলে ১৩ রান প্রয়োজন পড়লে নো বল করে বসেন মুস্তাফিজ, সে বলে চার মেরে দেন টম লাথাম। এরপর ২ বলে ৮ রানের প্রয়োজন পড়ে কিউইদের জয়ের জন্য। এমন মুহূর্তেও কাটার স্পেশালিস্টের ওপর আস্থা হারাননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণীর মঞ্চে দাঁড়িয়ে রিয়াদ বললেন, ‘টি-টোয়েন্টিতে এমন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবেই। এমন ম্যাচ জিততে পেরে ভালো লাগছে। যেভাবেই হোক না কেন, জয়টাই মুখ্য। বিশেষ করে মুস্তাফিজ, সে স্নায়ুর চাপ ভালো সামাল দিয়েছে। ম্যাচটা ওদের খুব কাছে চলে গিয়েছিল ওই নো বলটার কারণে। আমার অবশ্য মুস্তাফিজের ওপর আস্থা ছিল এবং সে দলের জন্য পারফর্ম করেছে।’
বিজ্ঞাপন
মন্থর উইকেটে প্রতি ম্যাচেই শেখ মেহেদী হাসানের হাতে নতুন বল তুলে দিচ্ছেন রিয়াদ। অধিনায়ককে হতাশ করছেন না এই অফ স্পিনার। শুক্রবার নিউজিল্যান্ডকে ৪ রানে হারানো ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। সঙ্গে রিয়াদ অবশ্য ম্যাচ শেষে জানালেন, রাতে ফ্লাডলাইটের আলোচ নিচে বল ভালোই ব্যাটে আসছিল।
মাহমুদউল্লাহ জানালেন, ‘মেহেদী ধারাবাহিকভাবেই দারুণ বোলিং করছিল। প্রতি ম্যাচেই ইনিংসের শুরু করছে সে। দলকে দ্রুতই ব্রেক থ্রু এনে দিচ্ছে। রান কম দিচ্ছে। আজ উইকেটও পেয়েছে।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘আমি সবসময় বিশ্বাস করি যে আমরা এই সংস্করণের ভালো দল। আমাদের ওই আত্মবিশ্বাসটা দরকার ছিল। এখন দলকে জেতাতে পারছি, এটা অবশ্যই খুশির ব্যাপার।’
টিআইএস/এমএইচ