বর্তমানে জাতীয় দলের ভাবনায় নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে নিজেকে প্রমাণ মিশনে তার সামনে। এজন্য নিজ উদ্যোগেই অনুশীলন করে যাচ্ছেন তিনি। সপ্তাহ দুয়েক আগে অনুশীলনের সময় বাঁ হাতে বলের আঘাত লাগে তার। এরপর চলছে চিকিৎসা। সোমবার সফলভাবে অপারেশন হয়েছে বিজয়ের হাতে।

ঢাকা পোস্টকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, ‘দুই সপ্তাহ আগে অনুশীলনে সময় বিজয়ের হাতে বল লাগে। সেখানে ফ্যাকচার ধরা পড়ে। এরপর আমরা দেখছি ওকে। গতকাল এভারকেয়ার হাসপাতালে অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশনের পর এই ধরণের ইনজুরি থেকে সেরে উঠতে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লেগে যায়।’

বর্তমানে জাতীয় দলের অংশ না থাকলেও বিজয়ের চিকিৎসা চলছে বোর্ডের অধীনে। অপারেশনের পর বিসিবির ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করেছেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। 

বিজয় লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার এখন ভালো আছি। যারা আমাকে শুভকামনা জানিয়েছিলেন তারা আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’

সঙ্গে যোগ করেন বিজয়, ‘কিছুদিন আগে অনুশীলনের সময় আমার বাম হাতে বলের আঘাত লাগে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পরে চিকিৎসক সিদ্ধান্ত নেন যে আমার হাতে অস্ত্রোপচার করাতে হবে। এত দ্রুত সবকিছুর ব্যবস্থা করার জন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ডাক্তার দেবাশিস চৌধুরি স্যারকে ধন্যবাদ।’

টিআইএস/এটি