রবীচন্দ্রন অশ্বিন

চার বছর পর টি-টোয়েন্টিতে ভারতের মূল দলে ফিরেছেন তারকা অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে তিনি ছাড়াও আছেন আরও ৩ জন স্পেশালিস্ট স্পিনার। তারা হলেন রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী এবং রাহুল চাহার । দুবাইয়ের স্লো এবং ফ্ল্যাট উইকেটের বিবেচনায় দলের স্পিন আক্রমণ শক্তিশালী করতেই ১৫ সদস্যের মূল দলে অশ্বিনকে রেখেছেন নির্বাচকরা।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু অর্জন করতে মরিয়া ভারত। তাই ঠাণ্ডা মাথার অধিনায়কত্বের জন্য বিখ্যাত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দলের মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা বলেছেন দুবাইয়ের কন্ডিশনে একজন অফ স্পিনার প্রয়োজন। ১৫ জনের মূল দলে বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল থাকলেও ভারতীয় ম্যানেজমেন্ট অশ্বিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে নিশ্চিতভাবেই। 

ভারতীয় প্রধান নির্বাচক বলেন, ‘অশ্বিন ধারাবাহিকভাবে আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ভালো খেলে আসছেন। দুবাইয়ের উইকেট সাধারণত ধীরগতির হয়। এ ধরনের উইকেটে একজন অফ স্পিনার প্রয়োজন।’

সাম্প্রতিক সীমিত ওভারের ম্যাচগুলোতে লেগ স্পিনার ছাড়া খুব কমই মাঠে নেমেছে ভারতীয় দল। তবে দুই লেগি চাহার ও বরুণকে যোগ্য সঙ্গ দিতে মূল একাদশে নির্বাচকরা হয়তো অশ্বিনেই ভরসা রাখবে।

অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকেও যোগ্য বিকল্প মনে করেন প্রধান নির্বাচক। এছাড়াও তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানেও ভরসা আছে তার। তিনি বলেন, ‘সে ওপেনও করতে পারে আবার মিডল অর্ডারেও দলের হাল ধরতে পারে। সে আমাদের বিকল্প আরও বাড়িয়ে দিয়েছে।’

সব মিলিয়ে বিশ্বকাপকে সামনে রেখে দারুণ ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে বিসিসিআই। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের মতো অলরাউন্ডারদের উপস্থিতি আরও শক্তিশালী করেছে ভারতীয় ব্যাটিং লাইনআপ।
  
এআইএ/এটি