বিশ্বকাপ না খেলা ছিল হতাশার, আমি এটা বদলাতে পারব না
২০১৯ বিশ্বকাপের দল ঘোষণার পর তাসকিনের মুখটা মনে থাকার কথা সবার। স্কোয়াডে সুযোগ না পেয়ে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এরপর তাসকিন দিনে দিনে প্রমাণ দিয়েছেন নিজের উন্নতির। সুযোগ পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।
যদিও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি সিরিজে খুব একটা সুযোগ পাননি তাসকিন। তবুও বিশ্বকাপে তার ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে সাক্ষাৎকার দিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়াটা তার জন্য হতাশার ছিল বলেই জানিয়েছেন তাসকিন।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমি অতীতে বাস করি না। বিশ্বকাপ খেলতে না পারা ছিল হতাশার, কিন্তু আমি এটা বদলাতে পারব না। এটা নিয়ে এখন ঘুম হারামও করতে চাই না। আসলে আমি অতীত মনে করতে চাই না আর ভবিষ্যতের দিকে তাকাতে চাই।’
আসন্ন বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে তাসকিন বলেন, ‘আমি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় অনেক রোমাঞ্চিত। যদিও কখনো ওমান ও দুবাইয়ে খেলিনি। গত দুইটা সিরিজেও কন্ডিশনের জন্য খেলতে পারিনি কিন্তু শেষ ম্যাচটা খেলেছি। আমার মনে হয় মানসিক বদলটা জরুরি কারণ আমাদের এখানে খেলা উইকেট ও বিশ্বকাপে খেলা উইকেট যেমন প্রত্যাশা করছি, দুইটা আলাদা।’
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারে এই পেসার বলেছেন, ‘আমরা সেখানে মানিয়ে নিতে ১০ দিন সময় পাবো। আমাদের টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও আছে। পরিস্থিতি যেমনই হোক, আমাদের ওই অনুযায়ীই খেলতে হবে। যেখানে কাটার কাজ করবে না সেখানে লেন্থ বল ও ইয়র্কার খুব গুরুত্বপূর্ণ।’
এমএইচ